৯১ রানে অলআউট পাকিস্তান, নিউজিল্যান্ড জিতে গেল ১০ ওভারে

স্পোর্টস ডেস্ক:

বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান পরবর্তী পাকিস্তান ক্রিকেটটা কেমন চলবে তার একটা ছোট্ট পরীক্ষা হয়ে গেলো আজ ক্রাইস্টচার্চে। নতুন অধিনায়ক সালমান আলি আগার নেতৃত্বে খুবই বাজেভাবে শুরু করলো নতুন পাকিস্তান।

৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। জবাবে ১০.১ ওভারে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিক কিউইরা। সিরিজে এগিয়ে গেল তারা ১-০ ব্যবধানে।

আইপিএল, পিএসএলসহ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের কমিটমেন্ট থাকায় নিউজিল্যান্ড এবার পাকিস্তানের বিপক্ষে দলের সব সেরা ক্রিকেটারকে একসঙ্গে পায়নি। প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দিতে হয়েছে। পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিচ্ছেন মিচেল ব্রেসওয়েল। এই দলটির সামনে একটুও প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তানিরা।

গত বছরও নিউজিল্যান্ড সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলো পাকিস্তান। ওই সিরিজের শেষ ম্যাচে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের করা ১৩৫ রানের জবাবে ৯২ রানে অলআউট হয়েছিলো পাকিস্তানিরা।

এক বছর পর একই ভেন্যুতে সেই ৯২ রান করেই ৯ উইকেটের জয় তুলে নিয়েছে কিউইরা। অর্থ্যাৎ, নতুন চেহারায় আসলেও পাকিস্তান দলে আসলে কোনো পরিবর্তনই হয়নি।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে কাইল জেমিসন ও জ্যাকব ডাফির আগুনে বোলিংয়ের মুখে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। দু’জন ভাগ করে নেন ৭ উইকেট।

৩.৪ ওভারে ১৪ রান দিয়ে জ্যাকব ডাফি নেন ৪ উইকেট। ৪ ওভারে ৮ রান দিয়ে ৩ উইকেট নেন জেমিসন। ইস সোধি ২৭ রান দিয়ে নেন ২ উইকেট। ব্রেসওয়েল সবচেয়ে বেশি, ২৮ রান দিলেও কোনো উইকেট পাননি। ৩ ওভারে ১১ রান দিয়ে জাকারি ফকস নেন ১ উইকেট।

পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩২ রান আসে মিডল অর্ডার খুশদিল শাহ-এর ব্যাট থেকে। ১৮ রান করেন নতুন অধিনায়ক সালমান আগা। ১৭ রান করেন জানদাদ খান। বাকি ব্যাটাররা দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। দুই ওপেনার সবচেয়ে বেশি হতাশ করলেন। মোহাম্মদ হারিস ও হাসান ওয়াজ- দু’জনের কেউই রানের কাথা খুলতে পারেননি।

শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ৯১ রান তুলতেই অলআউট হয়ে যায় পাকিস্তান। জয়ের জন্য ৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার টিম সেইফার্টের উইকেট হারাতে হয়েছিলো শুধু কিউইদের। আবরার আহমেদের বলে উইকেটের পেছনে মোহাম্মদ হারিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ৪৪ রান করে।

ফিন অ্যালেন ও টিম রবিনসন অপরাজিত থেকে ১০.১ ওভারেই নিউজিল্যান্ডকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৭ বলে ২৯ রানে ফিন অ্যালেন এবং ১৫ বলে ১৮ রান নিয়ে অপরাজিত থাকেন।

পূর্ববর্তী নিবন্ধএমবাপের জোড়া গোল, গুরুত্বপূর্ণ জয় রিয়ালের
পরবর্তী নিবন্ধআবারও ড্র ম্যানসিটির, গোল খাওয়ার নতুন রেকর্ড