৯০ শতাংশ দেশে স্বাস্থ্যসেবা ব্যাহত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক:করোনাভাইরাস মহামারির এক বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। ৯০ শতাংশ দেশে এখনো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। বিভিন্ন দেশের স্বাস্থ্যসেবা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দ্বিতীয় জরিপে দেখা গেছে, গত বছরের গ্রীষ্মকালে পরিচালিত প্রথম জরিপের তুলনায় পরিস্থিতি খুব বেশি বদলায়নি। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্যই দেওয়া হয়েছে।

তবে পরিস্থিতি একেবারে হতাশাব্যঞ্জকও নয়। কিছু ইতিবাচক দিকও রয়েছে। ২০২০ সালে পরিচালিত জরিপে দেখা গিয়েছিল, গড়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অর্ধেক ব্যাহত হয়েছে। আর এ বছরের প্রথম তিন মাসে এক-তৃতীয়াংশ স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে।
অনেক দেশই এখন স্বাস্থ্যসেবার বাধাগুলো কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব দেশে জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন—এমন রোগীদের চিহ্নিত করা হচ্ছে এবং তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যসেবা জোরদারে অতিরিক্ত স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা জানিয়েছে অর্ধেকের বেশি দেশ। এসব দেশে রোগীদের বিকল্প ব্যবস্থায় চিকিৎসাও দেওয়া হচ্ছে। ঘরে থেকে চিকিৎসাসেবা নেওয়া, চিকিৎসার জন্য কয়েক মাসব্যাপী ব্যবস্থাপত্র ও টেলিমেডিসিনের ব্যবহার বাড়ানোর কথা জানিয়েছে বিভিন্ন দেশ।

পূর্ববর্তী নিবন্ধহেফাজতের আহ্বায়ক কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধজোড়া গোলে বার্সার আশা বাঁচালেন গ্রিজম্যান