পপুলার২৪নিউজ ডেস্ক:
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে গুটিয়ে দিয়েই ধর্মশালা টেস্টের লাগামটা নিজেদের হাতে নিয়ে এসেছিল ভারত। জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্যে নেমে কাল তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১৯ রান করে ফেলেছিল তারা। আজ চতুর্থ দিন দেড় ঘণ্টার মধ্যই জয়টা তুলে নিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নিল ভারত।
চতুর্থ দিন সকালে মুরলি বিজয় আর চেতেশ্বর পূজারার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। বিজয় প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ধরা পড়েন ম্যাথু ওয়েডের হাতে। পূজারা অবশ্য রানআউট হন রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। লোকেশ রাহুল আর অজিঙ্কা রাহানের ব্যাটে ২-১ ব্যবধানে সিরিজটা নিশ্চিত করে ফেলে ভারত। রাহুল ৫২ আর রাহানে ৩৬ রানে অপরাজিত থাকেন। রাহুল ৭৬ বলে নিজের ইনিংসটা খেললেও রাহানে যেন ম্যাচটা দ্রুতই শেষ করতে চাইলেন। ২৭ বলে ৪টি চার আর ২ ছয়ে ৩৬ রান করেন তিনি।