৭৫ টাকার ওএমএস’র চাল ১৫০ টাকা : বিপাকে হাওরবাসী

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

৭৫ টাকার ওএমএস’র চাল ১৫০ টাকা। ওএমএস চালের দাম হঠাৎ করেই দ্বিগুণ হওয়ায় বিপাকে হাওরবাসী। ওএমএসের চালের দাম বাঁড়ার সাথে বাজারেও চালের দাম বৃদ্ধি পেয়েছে। ওএমএস’র ১১০ টি কেন্দ্রেই প্রতি কেজির মূল্য ১৫ টাকার স্থলে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এনিয়ে ক্রেতা ও ডিলারদের মধ্যে অনেক স্থানে কথা কাটাকাটি-হাতাহাতির ঘটনাও ঘটেছে। ক্রেতাদের অনেকে চাল না নিয়েই বাড়ি ফিরেছেন, কেউ কেউ অর্ধেক চাল কিনে বাড়ি ফিরেছেন। হঠাৎ করে চালের দাম বাড়ানোয় বিপাকে পড়েন ওএমএস’র ডিলাররাও।
ফসলহারা কৃষকসহ দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা দেবার জন্য গত ৯ এপ্রিল থেকে জেলাব্যাপি ওএমএস’র চাল বিক্রি শুরু হয়। ১৫ টাকা কেজি’র এই চাল কেনার জন্য প্রতিদিন শত শত মানুষ ডিলারদের বিক্রয় কেন্দ্রে ভোর থেকে গিয়ে ভিড় করে আসছেন। শুরু থেকেই ওএমএস চালের ক্রয় কেন্দ্র বাড়ানোর দাবি জানানো হচ্ছে। শুরুতে পুরো জেলায় ওএমএস কেন্দ্র ছিল ৪৫ টি। পর্যায়ক্রমে বাড়তে বাড়তে এখন ১১০ টি কেন্দ্রে ওএমএস’র চাল বিক্রি হচ্ছে।
শুক্রবার পর্যন্ত ওএমএস’র চাল ১৫ টাকা কেজিতে কিনেছেন ক্রেতারা। শনিবার চাল বিক্রি বন্ধ থাকে। রোববার সকালে ওএমএস কেন্দ্রে এসে চাল কেনার জন্য লাইনে দাঁড়ান ক্রেতারা। চালের মূল্য পরিশোধের সময় ক্রেতারা জানতে পারেন কেজি প্রতি মূল্য ১৫ টাকার স্থলে ৩০টাকা হয়েছে।
ছাতকের হলদিউরা’র লেছু বেগম বলেন, ৫ কেজি চাল কিনতে একজন মানুষের দিন চলে যায়, লাইনে দাঁড়াতে হয় দীর্ঘক্ষণ, যে চাল লাইনে দাঁড়িয়ে কিনি (মোটা চাল), সেই রখম চাল বাজারেই ৩৫-৪০ টাকায় কেনা যায়।
শাল্লা উপজেলার ওএমএস ডিলার বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, হাওরাঞ্চলে দরিদ্র-প্রান্তিক কৃষকদের কাছে টাকা নেই। কাজও নেই। কাজ পেলে ১৫০-২০০ টাকার বেশি দিনে রোজগার করতে পারে না মানুষ। সকালে চাল নিতে আসা মানুষকে যখন ১৫ টাকা’র স্থলে ৩০ টাকা বলা হয়েছে, তারা অনেকে বিশ্বাসই করেননি। কেউ চাল নিয়েছেন, কেউ নেননি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মোস্তফা বলেন, শনিবার সন্ধ্যার পর উর্ধ্বতন কর্তৃপক্ষ জানান চালের মূল্য ১৫ টাকার স্থলে ৩০ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে।  তিনি দাবি করেন, ওএমএস কেন্দ্রে যেসব চাল দেওয়া হচ্ছে, বাজারে ঐ চালের কেজি ৪০ থেকে ৪২ টাকার নীচে নয়।

পূর্ববর্তী নিবন্ধডাবল সেঞ্চুরি হাঁকালেন এনামুল হক বিজয়
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে ৩৩৯ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা