স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন সাকিব আল হাসান। আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমের যেন তর সইছিল না, এই এলিট ক্লাবে নাম লেখানোর জন্য। গৌরবের ৭ হাজার রানে তৃতীয় ক্রিকেটার হিসেবে নাম লিখতে কেবল ৫৫ রান প্রয়োজন ছিল মুশফিকের।
দ্বিতীয় ম্যাচে এসে আজ সেই প্রয়োজনীয় রানগুলোও তুলে ফেললেন। তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের গৌরব স্পর্শ করে ফেললেন মুশফিক।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও ঝড়ো ব্যাটিং করেছিলেন তিনি। ২৬ বলে খেলেছিলেন ৪৪ রানের বিধ্বংসী ইনিংস। দ্বিতীয় ম্যাচে এসেও সেই বিধ্বংসী রূপ ধরে রাখলেন তিনি। ৩৩ বলে পূরণ করেন ক্যারিয়ারের ৪৪তম হাফ সেঞ্চুরি। শুধু তাই নয়, হাফ সেঞ্চুরি করার ১ বল পরই সাত হাজার রানের মাইলফলে পৌঁছে যান মুশফিক।
আয়ারল্যান্ডকে পেয়ে যেন একের পর এক রেকর্ড গড়ার মিশনে মেতে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম ম্যাচে ৭ হাজার রান করেছিলেন সাকিব আল হাসান। আজ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলকে পৌঁছান তামিম ইকবাল। এরপর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।
প্রথম ক্রিকেটার হিসেবে গৌরবময় এই ক্লাবে নাম লিখেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডেতে তার মোট রানের সংখ্যা এখন ৮১৬৯। সাকিব আল হাসানের রান ৭০৮৬। মুশফিক সাত হাজার পূরণ করার পর কোথায় গিয়ে থামেন, সেটাই এখন দেখার বিষয়।