৫৬ রোহিঙ্গাকে ফেরত পাঠাল কোস্টগার্ড

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বাংলাদেশে প্রবেশের চেষ্টার সময় নাফ নদী থেকে ৫৬ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে কোস্টগার্ড সদস্যরা।

শনিবার ভোরে নদী পথে নৌকা নিয়ে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় নৌকাসহ তাদের মিয়ানমারের পথে ফেরত পাঠানো হয় বলে জানান টেকনাফ ২নং বিজিবির উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জমাদ্দার।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে রোহিঙ্গারা। তখন বিজিবি সদস্যরা ১৪৬ নারী, পুরুষ ও শিশুকে আটক করে মানবিক সহায়তা দিয়ে আবার সে দেশে ফেরত পাঠায়।

মিয়ানমারের বুছিদং ও রাছিদং জেলার ময়্যু পর্বতমালা সংলগ্ন রোহিঙ্গা গ্রামগুলোতে কারফিউ জারি করেছে সেনারা।

এসব এলাকার লোকজনদের ময়্যু পর্বতমালার দিকে অগ্রসর না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ কারণে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করছেন। রোহিঙ্গাদের ওপর অত্যাচার, নির্যাতনের আশঙ্কায় রোহিঙ্গা মুসলিমরা আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রেখেছেন।

একটি বেসরকারি সংস্থার রিপোর্টে বলা হয়েছে, এক সপ্তাহে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রায় ১১ হাজার রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করে উখিয়ার বালুখালী ও কুতুপালং এবং টেকনাফের লেদা ও মুছনি ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।

তবে সরকারিভাবে এর কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

রোহিঙ্গা অনুপ্রবেশ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

পূর্ববর্তী নিবন্ধএস কে সিনহার কারণে ২ কোটি হিন্দু আজ পুরো জাতির কাঠগড়ায়
পরবর্তী নিবন্ধআমব্রিন আর সিঙ্গেল নন