৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

সরকারি গুদামের মজুদ কমে যাওয়ায় নতুন করে ৫০ হাজার টন চাল আমদানি করতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। চলতি অর্থবছরে এটাই হবে প্রথম সরকারি পর্যায়ে চাল আমদানি।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওই দরপত্র প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহীদের আগামী ২১ মের মধ্যে খাদ্য অধিদফতরে তাদের প্রস্তাব জমা দিতে হবে। ওই চালের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর এবং বাকি ৪০ শতাংশ মংলা বন্দর দিয়ে আমদানি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া তথ্যানুযায়ী, গত ২৭ এপ্রিল পর্যন্ত সরকারি পর্যায়ে ৩ লাখ ৫ হাজার টন চাল মজুদ ছিল। অথচ গতবছর এপ্রিলে মজুদ ছিল সাড়ে ৭ লাখ টনের বেশি। মজুদ কমে যাওয়ায় মূলত ‘নন বাসমতি সেদ্ধ’ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতবছর সেপ্টেম্বরে চালু হওয়া খাদ্যবান্ধব কর্মসূচিতে ১০ টাকা কেজি দরে সাড়ে সাত লাখ টন চাল বিতরণের ফলেই মজুদে টান পড়েছে বলে এর আগে জানিয়েছিলেন কর্মকর্তারা। এদিকে চলতি বোরো মৌসুমে সরকার ৭ লাখ টন ধান এবং ৮ লাখ টন চাল কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। হাওড়ের বাধ ভেঙে ফসল নষ্ট হওয়ায় লক্ষমাত্রা পূরণে সংশয় তৈরি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচীনে টানেল দুর্ঘটনায় নিহত ৯
পরবর্তী নিবন্ধশরীয়তপুরে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ১