আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাসের ঝুঁকির কারণে
সরকার সবকিছু বন্ধ ঘোষণা করেছে। ফলে গরীব অসহায়, দিন মজুর, ছিন্নমূল
মানুষ অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। তাদের পাশে দাঁড়ানোই মানবিকতা। এই
অবস্থায় সাতকানিয়া আপামর জন্সাধারণের পাশে দাঁড়াতে আহ্ববান জানান। সকালে
সাতকানিয়া সমিতি’র উদ্যোগে সাতকানিয়া-লোহাগাড়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড.
আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি করোনা ভাইরাস সচেতনতার জন্য
সর্ব সাধারণের নিরাপত্তা ও সতর্কতার জন্য মাক্স বিতরণ করেন।
গত ৩ এপ্রিল, শুক্রবার বিকালে সাতকানিয়া উপজেলা কার্যালয়ে। সাতকানিয়া
সমিতি চট্টগ্রাম এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলমকে
৫ হাজার মাস্ক ও ৫ টন চাউল তুলে দেন। সমিতির আহ্ববায়ক ও দি চিটাগাং
চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন ও সদস্য সচিব সাতকানিয়া পৌর
মেয়র জোবাইর।
প্রিয় সাতকানিয়াবাসী আতঙ্কিত না হয়ে সচেতন হোন,-ঘরে থাকুন-সুস্থ
থাকুন-নিরাপদ থাকুন। এলাকার তথা দেশের যেকোন দুর্যোগকালীন সময়ে
সাতকানিয়া সমিতি চট্টগ্রাম কোন প্রকার প্রচার ছাড়াই নিরবে মানুষের
কল্যাণে সাহায্যের হাত বাড়িয়ে দেন। একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি
অর্জনের লক্ষে সাতকানিয়া সমিতি চট্টগ্রাম প্রচার ছাড়াই হতদরিদ্র মানুষের
পাশে দাঁড়াতে চান এমনটাই তাঁর বক্তব্য। তিনি আরো বলেন দেশে কেউ যাতে
অনাহারে না থাকে সে জন্যে সমিতির উদ্যোগে ১৭ ইউনিয়ন ও পৌরসভায় সাধারণ
মানুষের মাঝে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণের জন্য উপজেলা অসিসার এর হাতে
তুলে দেন। নিত্যপ্রয়োজনীয় বিতরণকালে এ সব কথা বলেন অহিদ সিরাজ চৌধুরী
স্বপন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম বলেন, সরকারি
অনুদানের পাশাপাশি সাতকানিয়া সমিতি চট্টগ্রাম আপনাদের এগিয়ে আসার জন্য
ধন্যবাদ জানান। আপনাদের দেওয়া অনুদান আমরা অসহায় ও দরিদ্র মানুষের মাঝে
বিতরণ করব যাথে কেউ অনাহারে না থাকে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া সমিতি চট্টগ্রাম সাবেক
সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি এম এ মন্নান, হাজী রফিকুল
আলম, আমিলাইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সারওয়ার উদ্দীন চৌধুরী,
বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোছলেম, তামাকুমন্ডি লেইন সমিতি’র সভাপতি
শামশুল আলম, সাবেক সভাপতি মাহমুদুক হক চৌধুরী, সাবেক সদর ইউনিয়ন এর
চেয়ারম্যান মৌলানা মাহমাদুল হক, এস এ আহমেদ হোসে, নুর মোহাম্মদ, রিয়াজ
উদ্দিন বাজার বণিক সমিতির সহ সভাপতি জানে আলম, মোঃ কামাল উদ্দিন, ফারুক
আজম, শফিকুল ইসলাম রাহী, মোজাম্মেল হক, নুরুল আলম মন্টূ, মোহাম্মদ আলী,
জাবেদ চৌধুরীসহ সাতকানিয়া সমিতির সদস্য বৃন্দগণ উপস্থিত ছিলেন। এছাড়াও
সাতকানিয়া বিভিন্ন মসজিদে জুমার নামাজশেষে মুসল্লীদের করোনা সচেতনার জন্য
মাস্ক বিতরণ করা হয় ।