৫ বছরে এডিপি বাস্তবায়ন হার সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক:

পাঁচ বছরের মধ্যে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার সর্বনিম্ন। উল্লিখিত সময়ে এডিপিতে খরচ হয়েছে ৭২ হাজার ৬০৩ কোটি ৩৫ লাখ টাকা, অর্থাৎ বাস্তবায়ন হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত মন্ত্রণালয়/বিভাগগুলোর মাসিক ভিত্তিতে এডিপি বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারিতে এডিপিতে খরচ হয়েছিল ৮০ হাজার ১৪৩ কোটি ৬ লাখ টাকা, অর্থাৎ বাস্তবায়ন হার ৩৭ দশমিক ২৬ শতাংশ।

২০১৮-১৯ অর্থবছরে এই সময়ে এডিপিতে খরচ হয়েছিল ৭০ হাজার ৭৭১ কোটি ৭৮ লাখ টাকা, অর্থাৎ বাস্তবায়ন হার ৩৯ দশমিক ১৩ শতাংশ।

২০১৭-১৮ অর্থবছরে এই সময়ে এডিপিতে খরচ হয়েছিল ৬২ হাজার ৩৭১ কোটি ৬৮ লাখ টাকা, অর্থাৎ বাস্তবায়ন হার ৩৮ দশমিক ০১ শতাংশ।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম সাত মাসে এডিপিতে খরচ হয়েছিল ৪৫ হাজার ৫৩২ কোটি টাকা, যার বাস্তবায়ন হার ৩৬ দশমিক ৯১ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধকার্টুনিস্ট কিশোরের করা মামলার তদন্তে পিবিআই
পরবর্তী নিবন্ধজনতা ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয়শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত