পপুলার২৪নিউজ স্পোর্টস ডেস্ক:
গল টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বোলারদের শাসন করেন ‘শূন্য’ রানে জীবন পাওয়া কুশল মেন্ডিস। চতুর্থ উইকেটে আসিলা গুনারাতেœর (৮৫) সঙ্গে ১৯৬ রানের জুটি গড়েন। মেন্ডিসের ১৬৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৪ উইকেটে ৩২১ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। টাইগারদের সামনে শুরুতেই ব্রেকতথ্রু পাওয়ার চ্যালেঞ্জ।
১৯৪ রান করে মিরাজের বলে তামিমের অসাধারন ক্যাচে মেন্ডিস আউট হন।
পেরেরা ৩০ ও হেরাফ ১ রান নিয়ে ব্যাট করছেন।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪৪৩ রান।
প্রথম দিনে ৮৮ ওভারের খেলা হয়। ৩৩ রানের অবি”িছন্ন জুটিতে মাঠ ছাড়েন মেন্ডিস ও ১৪ রান করা নিরোশান ডিকওয়েলা।
মঙ্গলবার (৭ মার্চ) গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান দলপতি রঙ্গনা হেরাথ। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ছিটকে যাওয়ায় দলকে নেতৃত্ব দি”েছন তিনি।
প্রথম দিনের খেলা শেষে রঙ্গনা হেরাথ বলেছিলেন, কুসল মেন্ডিস ও নিরোশান ডিকভেলার জুটিতেই তাকিয়ে তাদের দল। যত বেশি সম্ভব রান করতে চান তারা। বাংলাদেশের সবচেয়ে বড় বাধাও এই মেন্ডিস। দিন শুরু করছেন ১৬৬ রান নিয়ে।
এই জুটি ভাঙা বাংলাদেশের জন্য জর“রি। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটি এটিই।
প্রথম দিন শেষে স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩২১/৪ (করুনারতেœ ৩০, থারাঙ্গা ৪, মেন্ডিস ১৬৬*, চান্দিমাল ৫, গুনারতেœ ৮৫, ডিকভেলা ১৪*; মুস্তাফিজ ১/৫০, তাসকিন ১/৪৮, শুভাশীষ ১/৫৮, মিরাজ ১/৬৬, সাকিব ০/৭১, সৌম্য ০/৯, মাহমুদউল্লাহ ০/১০)