৪৪তম বিসিএসের ২২২ জনের মৌখিক পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। এ পরীক্ষার প্রার্থীদের মধ্যে অনেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রার্থী। তারা আগে লিখিত পরীক্ষায় অংশ নিতে চান।

এজন্য তাদের ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত রাখার আবেদন করেন ২২২ জন চাকরিপ্রার্থী। এসব চাকরিপ্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুধুমাত্র তাদের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার শাখা) চলতি দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৪৫ জন এবং সাধারণ ক্যাডারের পদসমূহের ১৮৭ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর ই-মেইলে আবেদনের পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো।

স্থগিতকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে bpsc.teletalk.com.bd প্রকাশ করা হবে বলেও জানিয়েছে পিএসসি।

জানা যায়, আগামী ৮ মে ঢাকাসহ দেশের ৮ বিভাগীয় শহরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অনেক প্রার্থী ৪৪তম বিসিএসের ভাইভা দিচ্ছেন। ফলে তারা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এ দাবি নিয়ে তারা টানা আন্দোলনও করেন।

এর পরিপ্রেক্ষিতে পিএসসি জানায়, যদি ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক কারও ৪৪তম বিসিএসের ভাইভা পড়ে যায়, তাহলে তার মৌখিক পরীক্ষা স্থগিত রাখা হবে।

পূর্ববর্তী নিবন্ধবুধ-বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ ঘোষণা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস, ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন