৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৪ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে পদ্মা অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। এর আগে ঘন কুয়াশার কারণে নৌদুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৪টা থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রুহুল আমিন জানান, পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। দৌলতদিয়া প্রান্তে নদী পারের জন্য সিরিয়ালে যে যানবাহনগুলো রয়েছে, দ্রুত সে চাপও কমে যাবে।

 

পূর্ববর্তী নিবন্ধএবার আমরণ অনশনে রোকেয়া হলের ৫ শিক্ষার্থী
পরবর্তী নিবন্ধচুয়াডাঙ্গায় যুবককে গুলি করে হত্যা