৩ দিনে পবন কল্যাণের সিনেমার আয় ১২৫ কোটি

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। তার অভিনীত ‘ব্রো’ সিনেমাটি গত ২৮ জুলাই বিশ্বব্যাপী ১৫৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তেলেগু ভাষার এ সিনেমা মুক্তির পর দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। মুক্তির ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় শতকোটি ছাড়িয়েছে।

বলিমুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৪৮.৫ কোটি রুপি, দ্বিতীয় দিন আয় করেছে ২২.৬৫ কোটি রুপি, তৃতীয় দিন আয় করেছে ২৪ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৯৫.১৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১২৫ কোটি ১৪ লাখ টাকার বেশি।

১৪০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগে স্বত্ত্ব বিক্রি করে আয় করে ৬০ কোটি রুপি। থিয়েট্রিক্যাল এবং নন-থিয়েট্রিক্যাল মিলিয়ে এখন মোট আয় দাঁড়িয়েছে ১৫৮ কোটি রুপি।

সুপারন্যাচারাল ফ্যান্টাসি-কমেডি ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা সামুথিরাকানি। এর চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস। এ সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

তা ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্র রূপায়ন করেছেন— সাই ধরম তেজ, কেতিকা শর্মা, প্রিয়া প্রকাশ ভারিয়ার, ব্রহ্মানন্দা, আলী রেজা প্রমুখ।

 

পূর্ববর্তী নিবন্ধ‘আমার যা রূপ আছে, তা নিয়েই কাজ করতে চাই’
পরবর্তী নিবন্ধরিজার্ভ চুরির মামলায় প্রতিবেদন ২০ সেপ্টেম্বর