২৬ বলে সেঞ্চুরি করলেন বাবর আজম

পপুলার২৪নিউজ ডেস্ক:

টি-টেন ক্রিকেট ইতিমধ্যে মাঠে গড়িয়েছে। আলোচনায় এসেছে ব্যাপকভাবে।

আর এর মধ্যেই টি-টেন ফরম্যাটে সেঞ্চুরি হয়ে গেল। ১০ ওভারের এই ক্রিকেট ম্যাচে মাত্র ২৬ বলে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন পাকিস্তানের বাবর আজম।সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো টি-টেনের আসর বসেছিল। সেই আসরের রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের মাটিতে টি-টেন ম্যাচের আয়োজন করা হয়। শহিদ আফ্রিদি ফাউন্ডেশন আয়োজিত প্রদর্শনীমূলক এই ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন বাবর আজম।

গত রবিবার ফয়সালাবাদে এসএএফ রেডস ও এসএএফ গ্রিন মুখোমুখি হয়। আগে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ২০১ রানের পাহাড় গড়ে এসএএফ রেডস। ২০ বলে ৮৪ রান করেন শোয়েব মালিক। যদিও তিনি আউট হননি।

৮৪ রান করার পর অবসরে যান। ২৩ বলে ৭৬ রানের টর্নেডো ইনিংস খেলেন ফাখর জামান।বিশাল রানের জবাবে ব্যাট করতে নেমে বাবরের ঝোড়ো-সেঞ্চুরিতে ২০১ রানের বিশাল লক্ষ্যও পার হয়ে যায় এসএএফ গ্রিন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দিন আগেই দ্রুততম (৩৫ বলে, যৌথ) সেঞ্চুরির রেকর্ড গড়েন রোহিত শর্মা। এরপরই প্রথম টি-টেন ম্যাচে তাণ্ডব সৃষ্টি করলেন বাবর আজম।

ওয়ানডেতে ৩১ বলে দ্রুততম সেঞ্চুরি রয়েছে এবি ডি ভিলিয়ার্সের। এবার সব কিছুকে ছাপিয়ে গেলেন বাবর আজম। যদিও রেকর্ড বইয়ে লেখা থাকবে না তার এই রেকর্ডটি। ২৬ বলে সেঞ্চুরির পথে মাত্র দুটি বল থেকে রান নিতে পারেননি তিনি।

ছক্কা হাঁকিয়েছেন ১১টি। বাউন্ডারি ৭টি। তার স্ট্রাইক রেট ৩৮৪.৬২। টি-টোয়েন্টিতেও যা কল্পনা করা যায় না। সেটাই ঘটালেন বাবর আজম।

পূর্ববর্তী নিবন্ধকাশিয়ানীতে পুলিশ কর্মকর্তার বাসভবনে দুর্বৃত্তদের গুলি
পরবর্তী নিবন্ধআজ রাতে স্বপরিবারে ব্যাংকক যাচ্ছেন মাশরাফি