২০ বছর পর গানে ফিরছেন অস্কারজয়ী উইল স্মিথ

বিনোদন ডেস্ক

বিশ্বজুড়ে তার খ্যাতি অভিনতো হিসেবেই। বহু হিট ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন অস্কার পুরস্কারও। বলছি উইল স্মিথের কথা। তবে অভিনেতা পরিচয়ের পাশাপাশি একজন গানের মানুষ হিসেবেও তিনি সমাদৃত।

প্রায় দুই দশক পর সঙ্গীত জগতে ফিরে আসার ঘোষণা দিলেন উইল স্মিথ। তার নতুন অ্যালবাম ‌‘বেসড অন এ ট্রু স্টোরি’ ২৮ মার্চ মুক্তি পাচ্ছে। এই অ্যালবামে থাকবে ১৪টি নতুন ট্র্যাক।

ইনস্টাগ্রামে একটি পোস্টে স্মিথ তার অ্যালবামের কভার আর্ট ও ট্র্যাকলিস্ট শেয়ার করেছেন। পাশাপাশি অ্যালবাম কভার শুটের কিছু দৃশ্যও প্রকাশ করেছেন। পোস্টে স্মিথ লিখেছেন, ‘এটা অফিসিয়াল!! আমার নতুন অ্যালবাম ২৮ মার্চ মুক্তি পাচ্ছে। মাত্র দুই সপ্তাহ!! প্রিসেভ করতে ভুলবেন না। আমি এই প্রজেক্টে অনেক সময় কাজ করেছি, আর এখন এটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য অপেক্ষা করতে পারছি না….’

উইল স্মিথের গানে ফিরে আসার ঘোষণার পর সাধারণ ভক্তদের পাশাপাশি সেলিব্রিটিদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। অভিনেতার দীর্ঘদিনের সহযোগী ডিজে জ্যাজি জেফ কমেন্টসে ফ্লেম ইমোজি শেয়ার করেছেন, পাশাপাশি বস্তা রাইমস এবং সংগীতশিল্পী মারিও তাদের আবেগ প্রকাশ করেছেন এই গানগুলো নিয়ে।

এক ভক্ত কমেন্টে লিখেছেন, ‘এটা অনেক বড় ব্যাপার! উইল স্মিথ ২০২৫ সালে যা অবিশ্বাস্য কাজ করেছে, তা হলো ২০ বছরের বিরতির পর সংগীত জগতে ফিরে আসছে সে।’

এই অ্যালবামে স্মিথের সঙ্গে তেয়ানা টেলর, স্মিথের ছেলে জেডেনসহ আরও কয়েকজনের অংশগ্রহণ পাওয়া যাবে। ইতিমধ্যে স্মিথ অ্যালবাম থেকে চারটি গান রিলিজ করেছেন। যার মধ্যে রয়েছে ‘বিউটিফুল স্কেয়ার্স’, ‘ওয়ার্ক আর্ট’, ‘টান্ট্রুম’ এবং ‘ইউ ক্যান মেক ইট’।

পূর্ববর্তী নিবন্ধউৎসবের রঙ ছড়ালেন সজল-নুসরাত
পরবর্তী নিবন্ধপাঠান, অ্যানিমেলকে ছাড়িয়ে গেছে ভিকি-রাশমিকার ‘ছাবা’