পপুলার২৪নিউজ ডেস্ক:
অপারেশনের সময় পেটের ভেতর ছুরি-কাঁচি রেখে সেলাই করে দেয়ার ঘটনা নতুন কিছু নয়। কখনও অপারেশনের পরই ডাক্তারদের বিষয়টি মনে পড়ে, কখনও পেটের ব্যথার তীব্রতায় রোগীই ডাক্তারের কাছে হাজির হন।
ফলে দ্বিতীয়বারের মতো অপারেশন থিয়েটারে ঢুকতে হয় রোগীকে। কিন্তু এবারের ঘটনাটি আরও আশ্চর্যজনক।
ভিয়েতনামে ১৮ বছর আগে অপারেশনের সময় পেটের ভেতরে রেখে দেয়া এক জোড়া কাঁচি বের করা হয়েছে।
বিবিসি জানায়, ভুক্তভোগীর নাম মা ভান নাত। বয়স ৫৪। গেল মাসে এক সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। তারপর তার শরীরে আল্ট্রাসাউন্ড স্ক্যান করলে ডাক্তাররা দেখতে পান মলাশয়ের কাছে ঝকঝকে কাঁচি। একটি নয়, দুটি। লম্বায় প্রায় ১৫ সেন্টিমিটার বা ৬ ইঞ্চির মতো।
চিকিৎসকরা জানান, ১৯৯৮ সালে মা ভান নাতের শরীরে অপারেশনের সময় ভুলে তার পেটের ভেতর এ কাঁচি দুটি রেখে দেয়া হয়। তখনও সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে অপারেশন করা হয়।
ভান জানান, মাঝে মধ্যে তার পেটে ব্যথা হতো। এর বাইরে তিনি আর কিছু বুঝতে পারেননি। কাঁচি বের করার পর তিনি এখন সুস্থ হয়ে উঠছেন। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে এ ঘটনা ঘটে।