পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৮ আগস্ট থেকে।
এবার পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক।
অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন ১৮ আগস্ট বিক্রি করা হবে ২৭ আগস্টের টিকিট। এরপর দিন ১৯ আগস্ট বিক্রি হবে, ২৮ আগস্টের টিকিট।
২০ আগস্টে ২৯ আগস্ট ও ২১ আগস্টে ৩০ আগস্টের এবং ২২ আগস্ট ৩১ আগস্টের টিকিট বিক্রি করা হবে।
এছাড়া ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত বিক্রি হবে ৩ থেকে ৭ সেপ্টেম্বরের ফিরতি টিকিট।
এবার ঈদে রেলযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ৭ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।