বিনোদন ডেস্ক : ১৫ বছরের পুরোনো মামলা থেকে অব্যাহতি পেলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। ২০০৩ সালে বিবেক ও তার বাবা সুরেশ ওবেরয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করে মেহতা এন্টারটেইনমেন্ট। শনিবার (৫ নভেম্বর) দিল্লি হাইকোর্ট এ মামলা থেকে তাদের অব্যাহতি দেন।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব এই মামলার নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মেহতা এন্টারটেইনমেন্টের সিইও দীপক মেহতা, ওবেরয় পরিবার এবং তাদের কোম্পানির বিরুদ্ধে দিল্লির এক আদালতে প্রতারণার মামলা দায়ের করেছিলেন। মামলা খারিজ হওয়ায় প্রথমে রিভিশনাল কোর্টে এবং পরে দিল্লি হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ করেছিলেন মেহতা। দীর্ঘদিন ধরে চলছিল এই মামলা। শনিবার (৫ নভেম্বর) দিল্লি হাইকোর্ট বিবেক ওবেরয় এবং তার বাবা সুরেশ ওবেরয়কে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।
জানা যায়, মেহতা এন্টারটেইনমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের তারকাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে। ২০০৩ সালের জানুয়ারিতে মেহতা এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী দীপক মেহতার সঙ্গে পরিচয় হয় সুরেশ ওবেরয়ের। সেই সময় সুরেশ তার ছেলে বিবেকের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় কিছু অনুষ্ঠানের আয়োজন করে দেওয়ার কথা বলেন।
কথা অনুযায়ী দীপক মেহতা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কিন্তু বিবেক সেই অনুষ্ঠানে অংশ নেননি। এরপর তারা দিল্লির স্থানীয় আদালতে প্রতারণার অভিযোগ দায়ের করলে তা খারিজ হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তারা। গতকাল দিল্লি হাইকোর্ট মামলাটি খারিজ করে দেন।