১৩৩ বছরের পুরোনো স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ টেস্ট

স্পোর্টস ডেস্ক : তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। এর আগে তিনবারের দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ভেন্যুতে খেলার সুযোগ পায়নি।

পচেফস্ট্রুম, ব্লুমফন্টেইন, সেঞ্চুরিয়ান ও ইস্ট লন্ডনে টেস্ট খেলেছে বাংলাদেশ। এবারই প্রথম তারা টেস্ট খেলবে ঐতিহাসিক ডারবান ও ১৩৩ বছরের পুরোনো স্টেডিয়াম পোর্ট এলিজাবেথে। এছাড়া সেঞ্চুরিয়ানে দুটি ও জোহানেসবার্গে একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। গত সেপ্টেম্বরে এই সফরসূচি চূড়ান্ত হয়। বুধবার (৯ ফেব্রুয়ারি) ভেন্যু চূড়ান্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ প্রথম সফর করে ২০০২ সালে, সবশেষ ২০১৭ সালে। এ সময়ে বাংলাদেশ ৯ ওয়ানডে ও ৬ টেস্ট খেলেছে। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ জিততে পারেনি কখনো।

আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে আসন্ন তিনটি ম্যাচ শুরু হবে ১৮ মার্চ থেকে। সফর শেষ হবে ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট দিয়ে। দিবারাত্রির প্রথম ওয়ানডে হবে সেঞ্চুরিয়ানে। একদিন বিরতির পর জোহানেসবার্গের ইম্পেরিয়ালের ওয়ান্ডারার্সে হবে দ্বিতীয় ম্যাচ। এর আগে ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার সঙ্গে জোহানেসবার্গে একটি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। যে ম্যাচে ৩২ রানে বাংলাদেশকে হারিয়েছিল কেনিয়া। শেষ ওয়ানডে খেলতে আবার সেঞ্চুরিয়ানে যেতে হবে দুই দলকে। ম্যাচটা হবে ২৩ মার্চ।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টটি হবে ডারবানে। ১৯৪৩ সালে খুলে দেওয়া এই স্টেডিয়ামে বাংলাদেশ বাদে এশিয়ার সবগুলো দেশই টেস্ট খেলেছে। বাংলাদেশ এবার প্রথম টেস্ট খেলবে। ৩১ মার্চ ম্যাচটা শুরু হবে।

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্ক গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের সঙ্গে ১৮৮৯ সালে। ১৩৩ বছরের পুরোনো স্টেডিয়ামে এবারই প্রথম পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। ৮ এপ্রিল থেকে শুরু হবে সফরের শেষ ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধ‘কাজ নাই, তাই খই ভাজছে’ জায়েদ-নিপুণ দ্বন্দ্ব প্রসঙ্গে চিত্রনায়ক আলমগীর
পরবর্তী নিবন্ধওমিক্রন বেশি ক্ষতি করে না এটা ঠিক নয়: স্বাস্থ্য অধিদপ্তর