মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
১৩ বছর পর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন আগামীকাল ২৫ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকালে মুকসুদপুর সদর ঈদগাহ মাঠে সম্মেলন উদ্বোধন করবেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মাদ ফারুক খান এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. উম্মে রাজিয়া কাজল এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহবুব আলী খান, ম্কুসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। অনুষ্ঠানের প্রধান বক্তা গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহরিয়ার কবির বিপ্লব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান জনির সঞ্চলনায় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন ২০ জন।
দীর্ঘ ১৩ বছর প্রতিক্ষার পর ২৫ জুলাই মঙ্গলবার সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে মুকসুদপুর উপজেলা ছাত্রলীগ। মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪সালে। সম্মেলনকে ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। পদ পেতে ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শেষ করেছেন পদ-প্রত্যাশীরা। মুকসুদপুর উপজেলা শাখার ছাত্রলীগের কমিটিতে আসতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছে তদবির করছে অনেকে। এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের নিয়ম অনুযায়ী যারা অবিবাহিত, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, নিয়মিত ছাত্র ও ক্লিন ইমেজ এবং যাদের বয়স ২৯ বছরের কম তারাই নতুন কমিটিতে স্থান পাবে।
নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদ পদে আলোচনার শীর্ষে রয়েছেন ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিফাতুল আলম মুছা, ছাত্রলীগ কর্মী নাদিম মিয়া, মুকসুদপুর পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক বোরহান, মুকসুপদুর কলেজ ছাত্রলীগের মোঃ নিভেল, তানভির মোল্যা। অন্যদিকে আওয়ামীলীগের নেতাকর্মীরা সংগঠনশক্তিশালী করতে বিগত দিনে যারা কঠোর পরিশ্রম করেছেন ত দেরকেই নির্বাচিত করবেন এরকমটাও ভাবছে ছাত্রলীগের পদ প্রত্যাশীরা। মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার কবির বিপ্লব ও সাধারণ সম্পাদক মশিউর রহমান জনি জানান, সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান ও স্থানীয় আওয়ামী লীগ নেতারাই মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।
এদিকে ১৩ বছর পর অনুষ্ঠীয় ছাত্রলীগের সম্মেলন কে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তেমনি সংগঠনের অনেক গতি ফিরে এসেছে। ফলে এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২০ জন লড়াইয়ে নেমেছে।
এছাড়া সম্মেলনে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।