১২ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
ঘন কুয়াশার কারণে বন্ধ থাকা পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি চলাচল ১২ ঘণ্টা পর চালু হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টা থেকে পাটুরিয়া- দৌলতদিয়া রুটের ফেরি সার্ভিস ঘন কুয়াশার কারণে বন্ধ থাকে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল পুণরায় শুরু হয়।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার দুপুর পর্যন্ত পদ্মার দুপ্রান্তে শত শত যানবাহনে হাজার হাজার যাত্রী আটকে বলে জানান

পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া- দৌলতদিয়ার পদ্মার অববাহিকায় ঘন কুয়াশা বাড়তে থাকে। কুয়াশার প্রকোপ এতোটাই বেশী যে নিকটবর্তী কোনও কিছুই যেন দেখা কষ্ট সাধ্য ছিল। দুর্ঘটনা এড়াতে অবশেষে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ফেরি সংশ্লিষ্ট সূত্র মতে, রাত ১২টা দিকে কুয়াশার জালে মাঝ পদ্মায় আটকে পরে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলাচলকারী ফেরি হাসনা হেনা, চন্দ্র মল্লিকা আর গোলাম মওলা নামের তিনটি ফেরি। একইভাবে পাটুরিয়া ঘাটে ৮টি ফেরি যানবাহন বোঝাই করে নোঙর করে।

অন্যদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আরো ৫টি ফেরি কুয়াশার কারণে নোঙর করে।

শনিবার দিবাগত রাতে আসা কয়েক শত যাত্রীবাহী কোচে হাজার হাজার যাত্রী পদ্মা নদীর মাঝখানে আর ঘাটের দুপ্রান্তে ফেরি পারের অপেক্ষায় আটকা পড়েন।

পূর্ববর্তী নিবন্ধমায়ের ওপর অত্যাচার করতেন তাপস পাল?
পরবর্তী নিবন্ধপরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা