১১ বছর পর নতুন গানে লিন্ডসে লোহান

পপুলার২৪নিউজ ডেস্ক:মার্কিন পপ তারকা লিন্ডসে লোহান গত পয়লা জুন ইনস্টাগ্রামে একটি ছবি দেন । ছবিটি দেখে লিন্ডসে ভক্তরা যারপরনাই খুশি। ছবিতে তাঁকে দেখা গেছে রেকর্ডিং স্টুডিওতে। ধ্যানীর মতো দাঁড়িয়ে কী যেন ভাবছেন। ভক্তদের মনে তখন হয়তো প্রশ্ন ছিল, তবে কি নতুন কোনো গান নিয়ে ফিরছেন লোহান? সে প্রশ্নের উত্তর মিলল সম্প্রতি। গোটা এক দশক পর লিন্ডসের নতুন গানের টিজার প্রকাশ করা হলো। জানালেন, খুব শিগগির প্রকাশিত হবে পুরো গান।
১১টি বছর ব্যক্তিগত নানা ঝামেলায় ছিলেন অভিনেত্রী ও সংগীতশিল্পী লিন্ডসে লোহান। মাদক সেবন, কারাগারে যাওয়া, মাদক পুনর্বাসনকেন্দ্রে যাওয়া, হতাশাসহ নানা কারণে নতুন গানে মনোযোগ দিতে পারেননি তিনি। তবে গান-সংশ্লিষ্ট নানা অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অবশেষ তাঁর নতুন গানের খবর পাওয়া গেল। গানের নাম ‘জ্যান্যাক্স’।
২০০৮ সালে ‘বসি’ গান করার পর জীবনযাপনে অগোছালো হয়ে যান এই সংগীতশিল্পী। এরপর আর নতুন কোনো গান তাঁর কাছ থাকে আসেনি। তাঁর প্রথম অ্যালবাম স্পিক প্রকাশিত হয় ২০০৪ সালে। পরের বছর ২০০৫ সালেই তাঁর দ্বিতীয় ও শেষ অ্যালবাম আ লিটল মোর পারসোনাল বের করেন।
শৈশব থেকেই অভিনয় ও গানে পাকা ছিলেন লিন্ডসে। ডিজনির ছবি কনফেশন অব আ ড্রামা কুইন মিউজিক্যালে অভিনয়ের পাশাপাশি গানেও তাঁর অংশগ্রহণ ছিল।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘বাকশাল হলে বাংলাদেশ আগেই বিশ্ব দরবারে মর্যাদার আসনে থাকতো
বঙ্গবন্ধুর বাকশাল কার্যকর করা গেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্ব দরবারে মর্যাদার আসনে থাকতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার গণভবনে শোকের মাস আগস্টের শেষ দিনে ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন: আজ অনেকে বাকশাল-বাকশাল বলে গালি দেয়, আসলে বাকশালটা কী ছিলো? এটা ছিলো কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এই বাংলাদেশ ছিলো কৃষি প্রধান দেশ। কৃষক মাথার ঘাম পায়ে ফেলে খাদ্য উৎপাদন করে আর শ্রমিকের শ্রমের মধ্য দিয়ে এদেশের অর্থনীতি গড়ে ওঠে। এই কৃষক-শ্রমিককে এক করে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে অর্থনৈতিক মুক্তির ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু।
তিনি আরও বলেন: আমাদের দেশে ১৯টা জেলা ছিলো। এই ১৯টা জেলাকে ভাগ করে তিনি ৬০টি জেলায় রূপান্তর করেন। তারমানে প্রতিটি মহকুমা পর্যায়ক্রমে জেলায় রূপান্তর করা হয়। এই মহাকুমাগুলোকে জেলায় রূপান্তর করা হয় যেন, সেগুলো অর্থনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে ওঠে এবং তৃণমূলের মানুষ সেটার সুফল পায়। সে পদক্ষেপ তাই তিনি নিয়েছিলেন।
‘‘গণতন্ত্রকে-ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে একদম তৃণমূল পর্যন্ত যেন সেটা পৌঁছে যায় সে ব্যবস্থা করেছিলেন। একজন সাধারণ মানুষ তার যেন বলার সুযোগ থাকে, কাজ করার সুযোগ থাকে সে পদ্ধতি তাই তিনি বেছে নিয়েছিলেন। যারা জমিতে শ্রম দিবে তারা উৎপাদিত পণ্যের একটি অংশ পাবে, যারা জমির মালিক তারা একটা অংশ পাবে এবং কো-অপারেটিভের মাধ্যমে সরকারের কাছে একটা অংশ আসবে। যেন কখনো কেউ বঞ্চিত না হয়। অন্তত যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় তারা যেন ন্যায্য মূল্য পায়, তারা যেন ভালোভাবে বাঁচতে পারে।’’
প্রধানমন্ত্রী বলেন: আমাদের কৃষি পদ্ধতিটাকে যান্ত্রিকীকরণ করে আধুনিকীকরণ করার কথাই তিনি বলেছিলেন। সাথে সাথে শিক্ষাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। প্রাইমারি শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। উচ্চ শিক্ষার জন্য তিনি বিশেষ সুযোগ এর ব্যবস্থা এবং নীতিমালা প্রণয়ন করেছিলেন। সকল শ্রেণী পেশার মানুষ যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, তিনি সে পদক্ষেপ নিয়েছিলেন। প্রত্যেকটা ইউনিয়নে ১০ বেডের হাসপাতাল করে প্রত্যেকের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার কাজ তিনি শুরু করেছিলেন।
জাতির পিতা যে কর্মসূচিগুলোর ঘোষণা দিয়েছিলেন, এগুলো যদি তিনি বাস্তবায়ন করে যেতে পারতেন তাহলে বাংলাদেশে অনেক আগেই বিশ্বসভায় মর্যাদার আসনে আসীন হতো বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ

 

পূর্ববর্তী নিবন্ধকলকাতায় অডিও অ্যালবাম ‘স্মরণে নজরুল’
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন নচিকেতা