১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১ জুন থেকে দেশের অভ্যন্তরীণ রুটে (ডমেস্টিক) ফ্লাইট চলাচল চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (২৮ মে) বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলবে। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট চলাচল চালুর চিন্তাভাবনা চলছে। ঘণ্টাখানেকের মধ্যে এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিশ্চিত হওয়া যাবে।

দেশের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক (চীন বাদে) ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে আগামী ৩০ মে পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে। করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের সাধারণ ছুটির সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে এ নিষেধাজ্ঞা জারি করেছিল বেবিচক।

পূর্ববর্তী নিবন্ধ৩১ মে থেকে অফিস খুলছে, বিকেল ৪টার মধ্যে বন্ধ দোকান-শপিংমল
পরবর্তী নিবন্ধদেশে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২০২৯