১ আগস্টের আগে কেনা মোবাইল ফোন বৈধ: বিটিআরসি

পপুলার২৪নিউজ ডেস্ক:

চলতি বছরের ১ আগস্টের আগে কেনা কোনো মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গ্রাহকের উদ্বেগ নিরসনে অবৈধ, নকল ও ক্লোন মোবাইল ফোন সেটের সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি স্পষ্ট করে রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্ট থেকে নকল ও ক্লোন আইএমইআই সংবলিত মোবাইল ফোন অপারেটরদের নেটওয়ার্কে সংযুক্ত হলে পরে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রারের (এনইআইআর) মাধ্যমে তা নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

বিটিআরসি জানায়, তাদের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) ডেটাবেইসে ২০১৮ থেকে বাংলাদেশে উৎপাদিত ও আমদানি করা সব মোবাইল ফোনের তথ্য সংরক্ষিত আছে। অবৈধ পথে আনা বিদেশ থেকে কেনা কোনো মোবাইল ফোনের তথ্য তাদের কাছে নেই।

মোবাইল ফোনের আইএমইআই বিটিআরসির ডেটাবেইসে নেই—এমন এসএমএস পাওয়া প্রসঙ্গে বিটিআরসির জানিয়েছে, এ ধরনের মেসেজ পাওয়া মানেই মোবাইল ফোন সেট অবৈধ নয়। ১ আগস্ট ২০১৯ এর পর কেনা মোবাইল ফোনে এ ধরনের মেসেজ পেলে তা অবৈধ এবং সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার পশ্চিমবঙ্গে লিঙ্গান্তরিত জুটির বিয়ে
পরবর্তী নিবন্ধকাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করল ভারত