স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে জয়হীন-ই রয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আজ বুধবার (০৫ জুন) টানা তৃতীয় ম্যাচ হারলো তারা। সাউদাম্পটনের, রোজ বলে তাদেরকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।
টসে জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা মাত্র ২২৭ রানে অলআউট হয়ে গেলে, জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২৮। যা ৭ উইকেট আর ১৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় বিরাট কোহলির দল।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে বিরাট কোহলি ও রোহিত শর্মা মিলে ৪১ রান যোগ করলে প্রাথমিক চাপ কাটে ভারতের। কোহলি ১৮ রান করে এন্ডাইন ফেলুকায়োর বলে আউট হলেও, রোহিত ঠিকই খেলতে থাকেন নিজের মতো করে।
তৃতীয় উইকেট লোকেশ রাহুলকে নিয়ে তিনি গড়েন ৮৫ রানের জুটি। যা ম্যাচ থেকে ছিটকে দেয় প্রোটিয়াদের। একের পর এক দৃষ্টিনন্দন শট খেলতে থাকা রোহিত এই ম্যাচে তুলে নেন ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি।
এর মধ্যে, রাহুল ২৬ এবং মহেন্দ্র সিং ধোনি ৩৪ রান করে বিদায় নিলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটসম্যান। হার্দিক পান্ডিয়াকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছাড়েন তিনি।