হিন্দুদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় পাকিস্তানের পাঞ্জাবের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ফায়জুল হাসান চৌহানকে বরখাস্ত করা হয়েছে।
তিনি ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) গুরুত্বপূর্ণ নেতা। খবর দ্য ডন ও এনডিটিভির।
ফায়জুল হাসান চৌহান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বুজদারের কাছে মঙ্গলবার ইস্তফাপত্র জমা দেন।
সঙ্গে সঙ্গে ইস্তফা গৃহীত হয় বলে পিটিআইয়ের পক্ষ থেকে টুইটারে জানানো হয়।
এতে বলা হয়, তথ্যমন্ত্রীর পদ থেকে চৌহানকে সরিয়ে দেয়া হয়েছে। কারও বিশ্বাস নিয়ে বিরূপ মন্তব্য করা উচিত নয়। পাকিস্তানের ভিত্তিই হলো সহিষ্ণুতা।
গত ১৪ ফেব্রুয়ারি ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপর সন্ত্রাসী হামলা হয়।
আত্মঘাতী হামলায় সিআরপিএফের অন্তত ৪৪ জওয়ান নিহত হন। সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদ (জেইএম) এ হামলার দায় স্বীকার করেছে।
এর পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ফায়জুল হাসান চৌহান আপত্তিকর মন্তব্য করেন।
পুলওয়ামায় জঙ্গি হানার পরে ভারত যে বিবৃতি দিয়েছিল, তার জবাবেই চৌহান হিন্দুদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।