বিনোদন ডেস্ক : উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শন বন্ধের দাবিতে বরাবরই উত্তাল দেশীয় চলচ্চিত্রাঙ্গন। এ নিয়ে কাফনের কাপড় পরে রাজপথেও নামেন শিল্পী-কলাকুশলীরা। এ চিত্র খুব বেশি দিনের নয়। এর মধ্যে পুনরায় মুম্বাইয়ের সিনেমা দেশে প্রদর্শনের কথা ভাবছেন হল মালিকগণ। এতে সায় দেন চিত্রনায়িকা নিপুণ। গণমাধ্যমে তিনি বলেন, ‘বলিউডের ছবিতে আপত্তি নেই, তবে লাভের ১০ শতাংশ চায় শিল্পী সমিতি।’
বিষয়টি নিয়ে এরই মধ্যে ডিপজল, রুবেল, অরুণা বিশ্বাসসহ অনেকেই প্রতিবাদ করেন৷ এবার বিষয়টির ঘোর বিরোধিতা করেন নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ।
‘হিন্দি ছবি আমদানি করে ১০ পার্সেন্ট নিয়ে শিল্পী সমিতি কী করবে? তাদের এতই করুণ অবস্থা যে হিন্দি সিনেমার লাভ নিয়ে চলতে হবে?’ এভাবেই প্রশ্ন রাখেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক বাপ্পারাজ।
এই নায়ক বলেন, ‘হিন্দি সিনেমা আমদানি করলে চলচ্চিত্রের নেতা-নেত্রীরা লাভবান হবে, তা ছাড়া তো আর কাউকে লাভবান হওয়া দেখছি না।’
বাপ্পারাজ আরো বলেন, ‘আমরা ছোট ইন্ডাস্ট্রিতে কাজ করি। আমাদের একটা ছোট ইন্ডাস্ট্রি, আমাদের ওভারসিজ মার্কেট নেই। ভারতের তো ১০০ ওভারসিজ মার্কেট রয়েছে, তারপরও তারা বাংলাদেশে সিনেমা চালাতে চাচ্ছে। ঠিক আছে চালাক। কিন্তু আমাদের সিনেমা ওদের দেশে চালানোর সুযোগ দিক, ওরা কেন আমাদের সিনেমাকে আটকাচ্ছে?’
সাফটা চুক্তি নিয়ে তিনি বলেন, “বারবার সাফটা চুক্তির কথা বলা হচ্ছে, সাফটা চুক্তি দিয়ে একটা বিগ বাজেটের সিনেমা নিয়ে আসলেন, কিন্তু শর্ত অনুযায়ী আমাদের একটা পুরোনো আমলের কোনো রকম একটা সিনেমা নিয়ে গ্রামের হল যেখানে কেউ যায় না সেখানে চালিয়ে দিয়ে যদি বলে হ্যাঁ সাফটা চুক্তির আওতায় বাংলাদেশের সিনেমা চালালাম, তাহলে তো হলো না। সাফটা চুক্তির আওতায় আমাদের ভালো ভালো সিনেমা ‘হাওয়া’, ‘পরাণ’ ভারতের ভালো ভালো মাল্টিপ্লেক্সে দেন, তাহলে বুঝব চুক্তি ঠিক আছে।”
হিন্দি সিনেমা আমদানি যারা করতে চান, তাদের প্রতি প্রশ্ন রেখে বাপ্পারাজ বলেন, ‘আমাদের দেশে এক শ্রেণির আঁতেল আছে, বোদ্ধা আছে। তারা বলছে হিন্দি সিনেমা আসুক। তারা এটা বলছে না কেন ওখানেও বাংলা সিনেমা চলুক? তারা কেন প্রটেক্ট করে রাখছে বাংলা সিনেমা বাংলাদেশি টেলিভিশন চ্যানেল? তারা তো নিজেদের সিনেমার ব্যবসা করছে, আবার তাদের আলাদা আলাদা ইন্ডাস্ট্রিও আছে। সেখানেও তাদের সিনেমা চলছে। আমাদের তো কোনো ওভারসিজ মার্কেট নেই, এমনকি চট্টগ্রাম-বরিশালেও ইন্ডাস্ট্রি নেই। আমাদের সিনেমা তাহলে চলবে কোথায়?’
শিল্পী সমিতির ১০ পার্সেন্ট মুনাফা চাওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা করে বাপ্পারাজ বলেন, ‘তারা কেন ১০ পার্সেন্ট চায়? এই টাকা তারা কোথায় খরচ করবে? সেটা তো স্পষ্ট করে বলেনি। এই কমিশন চাওয়াটা শিল্পী সমিতির করুণ অবস্থাকেই বোঝায়। হিন্দি সিনেমা আমদানি করলে আসলে দেশের ইন্ডাস্ট্রি লাভবান হবে না, লাভবান হবে এই সব চলচ্চিত্রের নেতা-নেত্রীরা।’
এদিকে কলকাতার শিল্পীরাও হিন্দি সিনেমা চালাতে চান না, এমন উদাহরণ টানেন এই নায়ক।