হিটলার সম্পর্কে লেখা আইনস্টাইনের এই চিঠি নিলামে

পপু্লার২৪নিউজ ডেস্ক:

অ্যাডলফ হিটলার ও অ্যালবার্ট আইনস্টাইন দুই জনই বিখ্যাত। একজন নেতা। অন্যজন বিজ্ঞানী। সাধারণত বিজ্ঞানীর ক্ষেত্র বিজ্ঞান হলেও আইনস্টাইন সেই প্রকৃতির মানুষ ছিলেন না। জার্মানে হিটলারের প্রতিপত্তি নিয়ে চিন্তিত ছিলেন তিনি। হিটলারকে উদ্দেশ্য করে তিনি তাঁর বন্ধুকে চিঠি লিখেছিলেন। সেই চিঠিই এবার নিলামে। জানা যায়, হিটলার সম্পর্কিত ওই চিঠিটির নিলাম শুরু হতে পারে ২৫ হাজার ডলার থেকে।

একটা বা দুটো নয়। বন্ধুকে মোট তিনখানা চিঠি লিখেছিলেন আইনস্টাইন। আইনস্টাইনের সেই বন্ধু ছিলেন সুইস-ইতালিয় ইঞ্জিনিয়ার মিশেল বেসে। আইনস্টাইনের সেই চিঠিগুলির মধ্যে একটির নিলামি হবে আমেরিকায়। সেই চিঠিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ঘিরে। চিঠিতে আইনস্টাইন মিশেলকে হিটলারের একনায়কতন্ত্র সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন। আইনস্টাইনের মতো না হলেও মিশেল কিন্তু একেবারে অপরিচিত ছিলেন না। আপেক্ষিকতা তত্ত্বের জন্য আইনস্টাইনের সঙ্গে মিশেলকেও সম্মান দেওয়া হয়। বন্ধুকে আইনস্টাইন চিঠিগুলি লিখেছিলেন ১৯৩৮ সালের অক্টোবর মাসে। তার মধ্যে একটি চিঠি উঠছে নিলামে। আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি নিলামঘরে হবে নিলাম।

পূর্ববর্তী নিবন্ধনাফ নদীতে ভাসছে শত শত রোহিঙ্গা
পরবর্তী নিবন্ধকোরবানির ঈদকে সামনে রেখে অনলাইনে গরুর বিক্রয় জমে উঠেছে