শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলার আগে আগাম সতর্কতা দিয়েছিল দেশটির পুলিশ।
হামলা হতে পারে এমন আশঙ্কায় ১০ দিন আগে দেশকে সতর্ক করেছিলেন শ্রীলংকার পুলিশপ্রধান।
এমনকি রাজধানী কলম্বোয় ভারতীয় হাইকমিশনেও আগাম সতর্কবার্তা পাঠানো হয়।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলংকার পুলিশপ্রধান পুজুথ জয়সুন্দর গত ১১ এপ্রিল দেশটির শীর্ষ কর্মকর্তাদের কাছে গোয়েন্দা সতর্কবার্তা পাঠিয়েছিলেন।
ওই সতর্কবার্তায় বলা হয়, ‘একটি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে আমরা জানতে পেরেছি, ন্যাশনাল তাওহিদ জামায়াত (এনটিজে) নামের একটি সংগঠন শ্রীলংকার বিখ্যাত গির্জাগুলোতে আত্মঘাতী হামলার ষড়যন্ত্র করছে। কলম্বোর ভারতীয় হাইকমিশনেও হামলা হতে পারে।’
ইস্টার সানডে পর্বের দিন রোববার শ্রীলংকায় তিনটি গির্জা ও চারটি অভিজাত হোটেলে একযোগে বোমা হামলা অন্তত ২৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।