নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ :
সুনামগঞ্জে ছোট-বড় ১৫৪ টি হাওরপাড়ের প্রায় ৪ লাখ কৃষকের বেশিরভাগেই বিগত বোরো মৌসুমের ক্ষতি পোষানোর জন্য মরিয়া হয়ে সংগ্রাম করছেন। গত আষাঢ় (জুন মাসে) মাসে কৃষকের রোপা আমন ও বীজতলা অতিবৃষ্টিতে ক্ষতির সম্মুখিন হয়। প্রথম দফায় বীজ রোপনের পর বন্যার পানিতে বীজতলা ডুবে যায়, পরে আবার আমন ধানের বীজ বপন করে জেলার উচুঁ এলাকায় অন্যান্য বছরের চেয়ে বেশি জমিতে আমন ধান ফলান তারা। আর কদিন পরই (অগ্রহায়ণ মাসে) আমন ধানের কাটাই-মাড়াই শুরু হবে। একই সঙ্গে বোরো জমি চাষাবাদেরও প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা।
হাওরবেষ্টিত জেলা সুনামগঞ্জের মানুষের প্রধান পেশা কৃষিকাজ। আবাদযোগ্য জমির সিংহভাগই বোরো ধানের উপযোগী। গত বছর এই জেলায় ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়েছিল। কিন্তু হাওরের ফসল রক্ষা বাঁধ সময়মত না হওয়ায় জেলার সবকয়টি হাওরের ধানই পানিতে ডুবে যায়। সরকারি হিসাবে অবশ্য বলা হয়েছিল ১ লাখ ৬১ হাজার ৬১২ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে যায়।
হাওর অ্যাডভোকেসি প্লাটফর্মের তথ্য অনুযায়ী এক হাজার ৯০৫ কোটি টাকার ধান পানিতে ডুবে সর্বশান্ত হয়েছিলেন হাওরপাড়ের কৃষকরা।
সরকারি হিসাবে বলা হয়েছিল হাওরের ফসলডুবে ৩ লাখ ২৫ হাজার ৯১৬ পরিবারের কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। হাওরাঞ্চলের এমন দুর্যোগ কাটিয়ে ওঠা খুবই কষ্টদায়ক হলেও লড়াই বন্ধ হয়নি কৃষকদের। অন্য বছরের চেয়ে উচুঁ এলাকায় এবার আমন চাষাবাদ বেশি হয়েছে। এখন হাতে টাকা, ঘরে বীজ নেই। হালের বলদ বাজারে বিক্রি করে দিয়েছেন। তবু হাল ছাড়ছেন না কৃষকরা। আবারও বাঁচার লড়াইয়ে কৃষকরা। তবে জমি চাষাবাদে সরকারের কৃষি পুনর্বাসন কার্যক্রমের আওতায় ঘোষণা দেওয়া সহায়তা কর্মসূচি এখনো হাওরাঞ্চলে শুরু হয়নি।
বিশ্বম্ভরপুরের করচার হাওর পাড়ের পদ্মনগরের কৃষক অরুন দেব নাথ বলেন, গত বছর চারায় ধানের গোটা আসার আগেই ভেসে গেছে হাওর, বছরটা কীভাবে যে কাটাচ্ছি বলে বুঝানো যাবে না। এরপরও আশা ছাড়িনি, হাওরের দিকে ঘুম থেকে ওঠেই তাকাই, পানি কেমন কমেছে, পানি নামার সঙ্গে সঙ্গেই প্রয়োজনে আবার ঋণ করবো, চাষাবাদ করবো, আমাদের এছাড়াতো অন্য কিছু নেই।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. জাহেদুল হক বলেন, সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত ৩ লাখ কৃষককে ৫ কেজি করে ধানের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও এক হাজার টাকা করে নগদ দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকেই এই সহায়তা বিতরণ শুরু হবে। তিনি আরো জানান, এবার বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার হেক্টর জমি।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বললেন, কৃষকদের ঘুরে দাঁড়ানোর জন্য ৩ লাখ কৃষককে সাড়ে ৫৮ কোটি টাকার কৃষি ভর্তুকি বিতরণের পর্যায়ে রয়েছে। কৃষি ভর্তুকি কৃষকের ব্যাংক হিসাবে এবং অন্যান্য সহায়তা কোন একটি নির্দিষ্ট অফিস বা প্রতিষ্ঠান থেকে বিতরণ হবে। আগামী বোরো ফসল রক্ষায় হাওররক্ষা বাঁধ নির্মাণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন নীতিমালা করা হয়েছে। জেলার কোথাও নীতিমালা লঙ্ঘন বা বাঁধের বিষয়ে কোন গাফিলতিই করতে দেওয়া হবে না।