নুর উদ্দিন, সুনামগঞ্জ : হাওরাঞ্চলে এখন বোরো ধান কাটা শেষ পর্যায়ে চলছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ ৭৫ হাজার মেট্রিক টন। সরকার এ বছর ১০৪০ টাকা মণে ধান ৬৫০৮ মে.টন, ৩৫ টাকা কেজিতে আতব চাল ১৭৭৯৮ মে.টন ও ৩৬ টাকা কেজিতে সিদ্ধ চাল কিনবে ১৪১৭৯ মে.টন। উৎপাদনের তুলনায় সরকারি ভাবে ধান ক্রয় নগন্য হওয়ায় বাজারে ধানের দরপতন হওয়ার আশংকায় কৃষকরা হতাশ। গত বছর সরকার সাড়ে ৭ হাজার মে.টন ধান ক্রয় করায় বাজারে দরপতন হয়েছিল। বর্তমানে প্রতি মণ ধান বিক্রয় হচ্ছে ৪৫০-৫০০ টাকায়। এতে উৎপাদন খরচও হচ্ছে না। আশানুরূপ দাম না পাওয়ায় হাওরের কৃষিতেই সচল হচ্ছে না কৃষকের ভাগ্যের চাকা।
অকাল বন্যা, দীর্ঘ খরা, শ্রমিক সংকট, ব্লাস্ট রোগ, ইঁদুরের উপদ্রব ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে গত ৫/৬ বছর ধরে চাষাবাদ ব্যাহত হওয়ায় কৃষকরা অতিষ্ট। দাম না বাড়ায় কৃষকের গলার কাটা হয়ে আছে ধান। ২০১৭ সালে অকাল বন্যায় সকল হাওরের সবুজ ধান গাছ তলিয়ে যাওয়ায় সর্বশান্ত হয়েছিলেন কৃষক। মরেছিল মাছ, হাঁস, গরু, মহিষ। চলতি বছর দীর্ঘ খরা, শিলাবৃষ্টি ও ইঁদুরে কাটায় প্রচুর চিটা হওয়ায় এক একর জমিতে ধান উৎপাদন হয়েছে ১৫-২০ মণ। শ্রমিকরা ভাগালোতে ধান না কাটায় একর প্রতি নগদ ৭ হাজার টাকা দিয়ে ধান কাটাতে হচ্ছে। এ টাকা যোগানে দাদন ব্যবসায়ীদের কাছে মণ প্রতি ৪৫০-৫০০ টাকায় বিক্রি করছেন। বছরের পর বছর ধরে স্বপ্নের বোরো ধানই কৃষকের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। তারপরও কৃষিতে ভাগ্যের চাকা পরিবর্তনে কৃষক চাষে লেগে আছেন। প্রতি বছর লোকসানের শিকার হওয়া কৃষক ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন। আবার অনেকে পৈত্রিক এ পেশা বদলে অন্য পেশায় চলে যাচ্ছেন।
ছাতকের আনামুল হক বলেন, খরায় এ বছর জমিতে ধান খুব কম হয়েছে। বছরে বছরে কৃষিতে লোকসান দিতে দিতে এখন আর ঋণের বোঝা শেষ করতে পারছি না। তবুও বোরো ধান চাষাবাদ করি লাভের আশায়। তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, বৈরী আবহাওয়ায় হাওরপারের কৃষকরা আশানুরূপ ফলন পাচ্ছেন না।