পপুলা২৪নিউজ জেলা প্রতিনিধি:
এ আশাবাদ প্রকাশ করলেও বিশেষজ্ঞরা বলছেন, মাছের উৎপাদন বাড়ানোর জন্য হাওরে মানুষের তৎপরতা নিয়ন্ত্রণ করতে হবে। তবেই মাছের উৎপাদন নিশ্চিত হবে।
প্রথম দিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, হাওরে মাছ মারা যায় ১ হাজার ২৭৬ মেট্রিক টন। পরে ২১৩ দশমিক ৯৫ মেট্রিক টন মাছ মারা যাওয়ার কারণ জানায় একই মন্ত্রণালয়। মাছ মারা যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত জেলের সংখ্যা ৭৪ হাজার ৬২৬ জন জেলে।
বিশেষজ্ঞদের মতে, মাছ মারা যাওয়ার পরিমাণ কম-বেশি হলেও এটি ভবিষ্যৎ উৎপাদনে প্রভাব ফেলবে না। বরং পচে যাওয়া ধানগাছ থেকে মাছের জন্য খাদ্য উপাদান পাওয়া যাবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম নিয়ামুল নাসের বলেন, ‘ব-দ্বীপ এলাকার মাছ ও ফসল উৎপাদনে বন্যা কেবল ক্ষতিকর নয়, আশীর্বাদ হয়েও আসে। বন্যার কারণে পলি বয়ে আনায় মাটির গুণগত মান বৃদ্ধি যায়। নদ-নদী, হাওর-বাঁওড়সহ জলাশয়গুলোতে বন্যার কারণে পানির গুণগত মান ভালো হয়।
হাওরে এবার বড় ধরনের পানিদূষণ হলেও আগাম পানি আসায় মাছ উৎপাদন বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন অধ্যাপক এম নিয়ামুল নাসের। তিনি দূষণ হলেও হাওরে আগাম পানি আসায় মাছের চেয়ে উৎপাদন বৃদ্ধি পেতে পারে। কারণ, হাওরে নানা রকমের মাছ থাকে। আগাম বৃষ্টিপাতের কারণে পানির গুণাগুণ ভালোর দিকে যেতে থাকলে এ মৌসুমে হাওরের মাছগুলোর তাড়াতাড়ি ডিম পাড়ার সম্ভাবনা রয়েছে। পানিতে থাকা প্লাঙ্কটন ছাড়াও জলজ গাছ এবং আগাছার গায়ে মাছের জন্য অধিক গুরুত্বপূর্ণ খাবার পেরিফাইটনের উৎপাদন মাছের শারীরিক বৃদ্ধিতে সহায়ক হবে।
পানির বিষক্রিয়া পরীক্ষা করে বড় আকারের মাছের পোনা ছাড়লে মুক্ত জলাশয়ে বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকবে। এতে করে বর্তমান ক্ষতি অনেকখানি পুষিয়ে নেওয়া যেতে পারে বলে জানান তিনি।
এবারের বন্যার ফলে ধানগাছ মরে অনেক মা মাছ মারা গেছে। এটি মাছের বংশবৃদ্ধিতে একটি প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে বলে মনে করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকোয়াকালচার বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল হক। এবার মাছের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে একটি সামাজিক চাপও কাজ করবে বলে মনে করেন তিনি। তা হলো ফসল হারানো মানুষ মাছের আহরণ বেশি পরিমাণে করতে পারে। আবার এ অবস্থায় সরকারও হয়তো কঠোর হবে না। তবে অধ্যাপক মাহফুজুল হক বলেন, এসব পরিস্থিতি যদি সামাল দেওয়া যায়, তবে হাওরে মাছের উৎপাদন বাড়তে পারে।
আছেই। মহাশোল, বাগাড়, ট্যাংরা, বুজুরি, রানি ট্যাংরা, গুলসা, গাঙ ট্যাংরা, আইড়, কই, নাপতে কইয়ের মতো হারিয়ে যাওয়া মাছের আবাসস্থল এখন হাওর।
এবার হাওরে পানিদূষণে সব ধরনের মাছ মরে ভেসে উঠতে দেখা গেছে। এ কারণে ১৭ এপ্রিল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা কয়েকটি হাওর পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হাওরের পানি পরীক্ষা করে দেখা যায়, পানিতে অক্সিজেনের মাত্রা ছিল শূন্য দশমিক শূন্য ১ থেকে শূন্য দশমিক ৮ পিপিএম (পার্টস পার মিলিয়ন), যা স্বাভাবিক মাত্রার (৫ থেকে ৮ পিপিএম) চেয়ে আশঙ্কাজনকভাবে কম। একই সঙ্গে অ্যামোনিয়ার পরিমাণও ছিল শূন্য দশমিক ৪ থেকে শূন্য দশমিক ৬ পিপিএম, যা অস্বাভাবিক। অ্যামোনিয়ার লিথাল মাত্রা পাওয়া গেছে শূন্য দশমিক ২ পিপিএম। দেশের অন্যান্য হাওরেও একই সময়ে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ শূন্য দশমিক ৫ থেকে ১ দশমিক ৫ পিপিএম এবং অ্যামোনিয়ার পরিমাণ শূন্য দশমিক ৫ থেকে শূন্য দশমিক ৮ পিপিএম পাওয়া গেছে। পিএইচের মাত্রা ছিল ৫ দশমিক শূন্য থেকে ৬ দশমিক শূন্য পর্যন্ত, যা সহনীয় পর্যায়ের (৬.৫ থেকে ৮.৫) নিচে ছিল।প্রথম আলো