নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
সুনামগঞ্জের হাওরাঞ্চলের সোয়া তিন লাখ কৃষক শীতে কাবু। বোরোর ভরা মৌসুমে হাওরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ থাকায় ভোরে কাজে নামতে পারছেন না কৃষকরা। সকাল ১০/১১ টার আগে কৃষি শ্রমিকদের হাওরে দেখা যাচ্ছে না। এ কারণে বোরো চাষাবাদ বিলম্বিত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। অতিরিক্ত শীত পড়ায় হাওরে কৃষি শ্রমিকও মিলছে না। জেলার বিভিন্ন হাওরে গিয়ে দেখা গেছে অনেক কৃষক পরিবারের স্কুল পড়ুয়াদের নিয়ে হাওরে চাষাবাদে নেমেছেন।
সুনামগঞ্জে এবার বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে দুই লাখ ২২ হাজার ৫৫২ হেক্টর। এই পর্যন্ত চাষাবাদ হয়েছে ৭১ হাজার হেক্টর। জেলার ৩ লাখ ২৫ হাজার ৯৯০ জন কৃষকের সকলেই এখন চাষাবাদে ব্যস্ত। কিন্তু শীতের তীব্রতায় কাবু করেছে তাঁদের। হাওরাঞ্চলের কৃষক ও কৃষণীরা এই সময়ে ভোর থেকে চাষাবাদে নামলেও গত ৫ দিন ধরে সকাল সাড়ে ১০ টার আগে চাষাবাদে নামতে পারছেন না কৃষকরা। কৃষকরা জানিয়েছেন, শীতের তীব্রতা এতো বেশি যে, জমিতে থাকা কাদা বা পানিতে হালের গরুও নামানো যাচ্ছে না। হাওরে গরু নিয়ে রওয়ানা হলে গরু হাঁটছে না। জমির কাদায় বা পানিতে গরু পা নামাচ্ছে না।
ছাতকের হলদিউরা গ্রামের বর্গাচাষী আঃ নুর (৬০) বৃহস্পতিবার দুপুর ১১ টায় বোরো ধানের চারা তোলার কাজ করছিলেন পুত্র আব্দুল্লাহ (১৫) কে নিয়ে। তিনি বলেন, সাড়ে ৩ কেয়ার জমি বর্গা করতেছেন। ১ কেয়ার চাষ করার পরে যে রকম ঠান্ডা পড়ছে, বাকী ২ কেয়ার কীভাবে চাষ করবেন বুঝতে পারতেছেন না। চাষের উপযুক্ত সময় যাচ্ছে। শীত না থাকলে ভোর ৬ টায় কাজে লাগতেন। তাঁর ছেলে আব্দুল্লাহ জানান, শীতের তীব্রতায় রাতে ঘুমাতে পারেন নি। কোন ভাবে রাত কাটিয়েছেন। ভোর হবার পর কাজে নামার সাহস করেন নি। একটু রোদ ওঠার পর পিতার সঙ্গে হাওরে কাজে এসেছেন। এমন শীত পড়লেও এখন পর্যন্ত তাঁদের এলাকায় কেউ শীতবস্ত্র দিয়ে সহায়তা করে নি। একই গ্রামের আনামুল হক (৩২) বর্গা চাষ করেতেছেন ১২ কিয়ার। তিনি বলেন, দিন মজুর দিয়ে ধানের চারা রোপন করান। ৩ জন মজুর এক কেয়ার জমিতে একদিনে চারা রোপন করতে পারে, শীত বেশি পড়ায় গত দুই দিনে ৩ জনে এক কেয়ার জমি রোপন করেছে। চৌকা গ্রামের ময়না মিয়া জানান, শীত বেশি পড়ায় দিনমজুরও পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও তারা ৩০০ টাকা মজুরি নিয়ে যে কাজ করে, তাতে কাজে এবং টাকায় পুষাবে না। রাজন মিয়া জানালেন, গত দুই সপ্তাহ হাওর থেকে পানি না নামায় চাষাবাদে বিলম্বিত হয়েছে। এখন শীতের তীব্রতায় কাজ করতে সমস্যা হচ্ছে। রসুলপুর (রাখা) গ্রামের ফখর উদ্দিন জানালেন, এমন শৈত্যপ্রবাহে গরু হাওরে নিয়ে গেলে অসুস্থ হয়ে মারাও যেতে পারে। এজন্য রোদ ওঠার পর গরু নিয়ে বের হতে হয়।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সুনামগঞ্জের হাওরাঞ্চলের তাপমাত্রা এ মাসের ১৯ তারিখ পর্যন্ত ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করবে। ১৮ এবং ১৯ তারিখে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক স্বপন কুমার সাহা বলেন, গত ৪ দিন ধরে প্রচন্ড শীত পড়েছে হাওরাঞ্চলে। শীতের তীব্রতা থেকে ধানের চারা বাঁচানোর জন্য রাতে পলিথিন দিয়ে বীজতলা ডেকে রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা। তিনি জানান, শীতের কারণে হাওরাঞ্চলে কোন ক্ষতি না হলেও শীতের তীব্রতা প্রলম্বিত হলে হাওরের চাষাবাদ বিলম্বিত হবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুবর রহমান জানান, শীতার্ত মানুষদের মধ্যে বিতরণের জন্য এই পর্যন্ত ৪৮ হাজার ২৭৭ টি কম্বল পেয়েছেন তাঁরা। এর মধ্যে ইউনিয়ন ও পৌরসভাসহ ৯২ টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে ৩৫০ টি করে কম্বল দেওয়া হয়েছে। এসব কম্বল প্রান্তিক কৃষক, দরিদ্র ও শ্রমজীবী মানুষদের মধ্যে বিতরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সিভিল সার্জন ডা. আশুতোষ দাস জানান, শীতজনিত কারণে এখনো হাসপাতালগুলোতে রোগীর ভিড় হয়নি। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম জানালেন, ত্রাণ তহবিল থেকে দেওয়া শীতবস্ত্র ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে ৫ হাজার শীতবস্ত্র সংগ্রহ করেছেন তিনি। এগুলো বিতরণ করা হচ্ছে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে।