হাওর বাঁচলে কৃষক বাঁচবে দেশও বাঁচবে: পানিসম্পদমন্ত্রী 

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ পরির্দশনকাল পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, হাওরের বোরো ফসল বাঁচলে কৃষক বাঁচবে, কৃষক বাঁচলে দেশও বাঁচবে। বর্ষাকালে হাওরে যে পানি আসে তা থেকে সৃষ্ট বন্যায় হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে হাওর এলাকার কৃষকদের একমাত্র স্বপ্ন বোরো ফসল নষ্ট হয়ে যায়। এতে মানুষ চরম ভোগান্তিতে পড়েন। আমি কাজটি মন্ত্রণালয়ে বসেও করতে পারতাম। এখানে এসে হাওর গুড়ে দেখে গেলাম সমস্যা গুলো, কি কারণে ফসল নষ্ট হয়, অকালে এতো পানি কোথা থেকে আসে। কিভাবে বন্ধ করা যায়। এখানে খাল কাটা শুরু হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জোয়ালভাঙ্গা হাওরের ফসল রক্ষা বাঁধ পরির্দশন কালে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী আরো বলেন, হাওরের ফসল রক্ষা করতে পারলে কৃষক বাঁচবে, মানুষের অভাব-অনটন দূর হবে। এতে মানুষ বাঁচবে, দেশও বাঁচবে। হাওরের বোরো ফসল কিভাবে রক্ষা করা যায় এজন্য এখানে এসেছি। এখানে বেড়াতে আসিনাই।
শনিবার দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওর, গজারিয়া ক্লোজার, হালির হাওরের লক্ষ্মীপুর ক্লোজার, ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া হাওরের মুহিনিপুরের ঢালা, সদর উপজেলার জোয়ালভাঙ্গা হাওরের নিয়ামতপুর বাঁধ, বিশ্বম্ভরপুর উপজেলার হালির হাওরের কোপাগাঙ পরিদর্শন করেন। এসময় সঙ্গে ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, অতিরিক্ত সচিব মো. ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এমরান হোসেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভুইয়া।

পূর্ববর্তী নিবন্ধএসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসেলফিতে খুলে গেল খুনের রহস্য