নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিষ প্রয়োগে আট শতাধিক হাঁস হারানো প্রতিবন্ধী সেই আবুল কাশেমের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাশেমকে ৮০০ হাঁস কিনে দেওয়ার কথা জানিয়ে একটি স্ট্যাটাস দেন।
গত রোববার বিকেলে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামে ঘটনাটি ঘটে। এসব হাঁসের দেওয়া ডিমের উপার্জনে চলত প্রতিবন্ধী আবুল কাশেম সংসার। মারা যাওয়া হাঁসের বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা ছিল বলেও জানান তিনি।
বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাব্বানীর নজরে আসে। ফেসবুকের স্ট্যাটাসে তিনি লেখেন, ‘নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ছবিলা গ্রামের হতদরিদ্র আবুল কাশেম। শারীরিক প্রতিবন্ধী কাশেম ভাই কায়িক শ্রমের কাজ করতে পারেন না বলেই মোটা সুদে ঋণ নিয়ে হাঁসের খামার করেছিলেন ভাগ্য ফেরানোর আশায়। বিধি বাম! দুর্বৃত্তদের প্রয়োগ করা বিষে আক্রান্ত হয়ে মারা গেছে তার বেঁচে থাকার অবলম্বন প্রায় ৮০০ হাঁস!’
স্ট্যাটাসে রাব্বানী লেখেন, ‘আমরা বাংলাদেশ ছাত্রলীগ পরিবার অসহায় আবুল কাশেম ভাইয়ের পাশে দাঁড়াব। সারা দেশের লাখো লাখো ছাত্রলীগ কর্মীর মাঝে আমরা ৮০০ কর্মী যদি একটি করে হাঁসের দায়িত্ব নেই, কাশেম ভাইয়ের পরিবার আবার বাঁচার অবলম্বন পাবে।’
রাব্বানী আরও লেখেন ‘আমি আজ কথা বলেছি তার সাথে, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে কাশেম ভাইয়ের পাশে থাকব। দ্রুতই ছাত্রলীগের পক্ষ থেকে তাকে ৮০০ হাঁস কিনে দেওয়ার ব্যবস্থা করা হবে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।’
এ বিষয়ে খামারি আবুল কাশেম বলেন, ‘মঙ্গলবার সকাল ১১টায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী ভাই আমাকে ফোন দিয়ে বলেছেন ৮০০ হাঁস কেনার জন্য টাকা দেবেন। এ ছাড়া সংবাদ প্রকাশের পর বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ইতিমধ্যে আমাকে আর্থিক সহায়তা করছেন।’