হলফনামা দাখিলের বিধান বাতিল চাওয়া মৌলিক অধিকারের পরিপন্থী: সুজন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীদের হলফনামা দাখিলের বিধান বাতিল চেয়ে একটি রাজনৈতিক দলের প্রস্তাবনা মৌলিক অধিকারের পরিপন্থী বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক সমাজতান্ত্রিক দল (জাসদ) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীদের হলফনামা দাখিলের বর্তমান বিধানটি বাতিল চেয়েছে।

একই সঙ্গে দলটি বর্তমান সংসদীয় আসনের সীমানায় একাদশ সংসদ নির্বাচন চেয়েছে। তারা জাতীয় সংসদ নির্বাচনে সংসদ ভেঙে দেয়া ও সেনা মোতায়েনের বিপক্ষেও মত দিয়েছে। গত ৮ অক্টোবর ইসির সঙ্গে তাদের এ সংলাপ অনুষ্ঠিত হয়।

 

পূর্ববর্তী নিবন্ধসুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী ৭৩ বছরের ক্যারোলিন!
পরবর্তী নিবন্ধজিয়া ট্রাস্ট মামলা:সাক্ষীদের পুনরায় জেরার অনুমতি পাননি খালেদা জিয়া