মুজিব উল্ল্যাহ্ তুষার:
করোনো ভাইরাসে সংক্রামিত হয়ে সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছ প্রায় ২লক্ষের কাছাকাছি। এই মহামারী ভাইরাসের সংক্রমণে বাংলাদেশেও মৃত্যুর সংখ্যার পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যা। মরণঘাতী এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সরকার গত (২৬, মার্চ) থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা দেওয়ার মাধ্যমে দেশে চলছে অঘোষিত লকডাউন।
দেশের কয়েকটি জেলাকে করোনার হটস্পট ঘোষণা দেওয়ার পর যেমন বাড়ছে আতঙ্ক তেমনি দেখা দিয়েছে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সংকট। সরকার ঘোষিত এই সাধারণ ছুটিতে দিশেহারা হয়ে পড়েছেন কর্মহীন অসহায় দিনমজুর মানুষ গুলো।
দেশের এই দুর্যোগ মূহুর্তে দলমত নির্বিশেষে সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারাদেশে অসহায় কর্মহীন দিনমজুর মানুষ গুলোর পাশে দাড়িয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগরীর ৪১,টি ওয়ার্ডে গৃহহীনসহ বিভিন্ন শ্রেণি, পেশার মানুষের মাঝে ত্রাণ বিতরন করে কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়িয়েছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও নগর বিএনপির সহ-সভাপতি এস,কে, খোদা তোতন।
বিএনপির এই নেতা সংবাদ মাধ্যমকে বলেন, দেশের এই দুর্যোগ মূহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম মহানগর বিএনপি ও সহযোগী সংগঠন গুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন দেশের এই ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান সকলে এগিয়ে আসলে অসহায় মানুষ গুলোর কষ্ট কিছুটা হলেও কমবে।