সোমবার আশকোনায় হজ ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে মন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে চলমান ফ্লাইট জটিলতা নিয়ে একটি সভা করেন।
বিমানমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে- অনেক হজ এজেন্সি ২০ আগস্টের পর হাজিদের জন্য বাসা ভাড়া নিয়েছেন। এমনটি হলে ২০ আগস্টের পরের চাপ সামাল দিতে প্রয়োজনীয় এয়ারক্রাফট পাওয়া দুষ্কর হবে। একই সঙ্গে অতিরিক্ত স্লটও পাওয়া যাবে না। এই বিপর্যয় এড়াতে ভিসা হয়েছে এমন হজযাত্রীদের সৌদি আরবে পাঠাতে হজ এজেন্সিগুলোকে দায়িত্ব নিতে হবে।’
তিনি আরও জানান, ‘এখনও প্রায় ১৫ হাজার হজযাত্রীর ভিসার জন্য পাসপোর্ট হজ অফিসে জমা হয়নি। ১৬টি এজেন্সি এখনও একজন হজযাত্রীও পরিবহন করেনি।
রাশেদ খান মেনন জানান, ২৬ আগস্টের পর হজ ফ্লাইটের সময় আরও দু’দিন বাড়ানোর আবেদন করা হবে। এছাড়া বিমানের অন্যরুটের ফ্লাইট পুনর্বিন্যাস করে হজ ফ্লাইটে বেশি উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে।
মালেশিয়া থেকে লিজকৃত একটি এয়ারক্রাফট ২০ আগস্ট থেকে হজযাত্রীদের পরিবহন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে হজ পালনের ব্যবস্থা করতে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। কারও গাফিলতি,অসহযোগিতায় এ কার্যক্রম বিঘ্নিত হলে তা বরদাশত করা হবে না। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
মন্ত্রী জানান, ‘হজযাত্রীর অভাবে ইতিমধ্যে বিমানের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। যা বিমানকে আর্থিক ক্ষতি ও ইমেজ সংকটের মুখোমুখি করেছে। যদিও এর দায় বিমানের ছিল না।’