সড়ক দুর্ঘটনা : পাঁচ জেলায় ঝরল ২০ প্রাণ

ডেস্ক রিপোর্ট : দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। এসব ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার (২ জুন) সুনামগঞ্জ-দিরাই সড়কের দক্ষিণ সুনামগঞ্জের গণিগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ ৭, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোয়ালিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৯ জন, নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ১১ বছরের এক শিশু, লক্ষ্মীপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই নারী এবং শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় বাসের এক হেলপার (৪০) নিহত হয়েছেন।

সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সুনামগঞ্জ

সুনামগঞ্জ-দিরাই সড়কের দক্ষিণ সুনামগঞ্জের গণিগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন। গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- লেগুনা চালক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাগলি গ্রামে নোমান (২৪), একই উপজেলার দূর্বাকান্দা গ্রামের সাগর মিয়া (১৫), আফজাল মিয়া (১৬) ও শাল্লা উপজেলার মিশেল চন্দ্র দাস। (২২), মিলন মিয়া(৩৭), দুর্বাকান্দা নিহত আরো একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। রোববার (২ জুন) সকাল ৭টার দিকে এই হতাহাতের ঘটনাটি ঘটে।

এদিকে, বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ও আহতদের বেশিরভাগই গার্মেন্টস শ্রমিক। তারা ঈদ করার জন্য ঢাকা থেকে আজ ভোরে গ্রামের বাড়িতে ফিরছিলেন। নিহতদের স্বজনরা জানান, নিহতরা সকলেই কয়েক বছর যাবৎ ঢাকা, গাজীপুর এলাকায় বিভিন্ন গার্মেন্টেসে চাকরি করতেন। পরিবার জনদের সঙ্গে নিয়ে আসন্ন ঈদুল ফিতর উদযাপন করতে শনিবার রাতে তারা ঢাকার সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে বাসে চড়ে আজ ভোরে দিরাই রাস্তার মোড়ে এসে নামেন। পরে সেখান থেকে লেগুনায় চড়ে গ্রামের বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে দিরাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা লিমন পরিবহনের একটি বাস ও দিরাই রাস্তার মদনপুর লেগুনা স্ট্যান্ড থেকে যাত্রীবাহী লেগুনাটি দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়া বাজারের গণিগঞ্জ নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ পর যাত্রীবাহী বাস ও লেগুনাটি পাশের খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই লেগুনার চালকসক লেগুনার ৬ যাত্রী নিহত হন। সাথে সাথে এলাকাবাসী এসে হতাহতদের লেগুনা ও বাস থেকে উদ্বার করেন। পরে খবর পেয়ে পুলিশ ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ বের করেন। পরে নিহত ৬ জনের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দ্রুত গতি ও চালকদের অসতকর্তার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশ অনুমান করছে। নিহতদের ময়না তদন্তদের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোয়ালিয়ায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছে। আহত ও নিহতদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় মহাসড়কের উভয়পাড়ে যানজটের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। রোববার (২ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজারের গরু হাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, হতাহতদের উদ্ধার ও যানজট নিরসনে কাজ চলছে পুলিশ। তবে এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।

নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত আরও পাঁচজন। উপজেলার মহিষভাঙ্গা এলাকার বনপাড়া-হাটিকুমরুল সড়কের পাটোয়ারী ফিলিং স্টেশনের সামনে রোববার (২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট সারোয়ার হোসেন জানান।

নিহত মারিয়া তাসনিম ঢাকার কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিলের মেয়ে। আব্দুল জলিলের গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায়। এ সময় আহত হন মাইক্রোবাসের আরও পাঁচ আরোহী। আহতদের বনপাড়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সার্জেন্ট সারোয়ার বলেন, একটি হাইয়েস মাইক্রোবাস ঢাকা থেকে নাটোরের সিংড়ায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মারিয়া মারা যান।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুই নারী যাত্রী খুশি আক্তার (৩২) ও পূর্ণিমা আক্তার (৩৫) নিহত হয়েছেন। রোববার (২ জুন) দুপুরে সদর উপজেলার দালাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শিশুসহ আরও ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা।

নিহত খুশি আক্তার উপজেলার গঙ্গাপুর এলাকার শাজাহানের স্ত্রী ও পূর্ণিমা আক্তার একই এলাকার শাহ আলমের স্ত্রী।

মুন্সীগঞ্জ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় বাসের এক হেলপার (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ বাসযাত্রী। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আহত ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। শনিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভিটিকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একুশে পরিবহনের হেলপার ছিলেন।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. কবির হোসেন জানান, মহাসড়কের ভিটিকান্দি এলাকায় সোনারগাঁ থেকে ভবেরচরগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী ওঠানামা করছিল। এ সময় বেপরোয়া গতির নোয়াখালীগামী একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় দুই বাসের সামনের ও পেছনের অংশ। এ সময় ঘটনাস্থলেই একুশে পরিবহনের হেলপার নিহত হন। তবে তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধমরিচ বোঝাই একটি ট্রাক থেকে ২৭৪ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধ‘আমরা বড়লোকদের বাড়ি যাই না, হেরা গেটে তালা দিয়া রাখে’