স্যাটনারকে ফেরালেন সাকিব

পপুলার২৪নিউজ ডেস্ক:
6নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ভালোই জবাব দিচ্ছেন বাংলাদেশের বোলাররা। ৪৭ রানের মধ্যে দুই উইকেট তুলে নেন পেসার কামরুল ইসলাম রাব্বি।

এরপর প্রতিরোধ গড়ে তোলেন রস টেইলর ও টম ল্যাথাম। ল্যাথামকে ফিরিয়ে ১০৬ রানের এই জুটি ভাঙেন তাসকিন আহমদে। ল্যাথাম করেন ৬৮ রান।

এরপর একপ্রান্ত আগলে থাকা রস টেইলরকে সাজঘরে পাঠান মেহেদী হাসান মিরাজ। রাব্বির হাতে ক্যাচ দেয়ার আগে তিনি করেন ৭৭ রান। দলীয় ২৫২ রানে সাকিবের বলে এলবিডব্লিউ হন মিশেল স্যাটনার। তিনি করেন ২৯ রান।

প্রতিবেদন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২৫৫/৫। হেনরি নিকলস ৫৪ এবং বিজে ওয়ালটিং ১ রানে ব্যাট করছেন।

এর আগে শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ২৮৯ রান করতে সমর্থ হয় বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন সৌম্য সরকার। এছাড়া সাকিব ৫৯ এবং নুরুল হাসান সোহান ৪৭ রান করে করেন।

নিউজিল্যান্ডের হয়ে সাউদি ৫টি, বোল্ট ৪টি আর ওয়েগনার ১টি উইকেট নেন।

প্রথম টেস্টে ইনজুরিতে পড়ায় খেলতে পারছেন না অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার ইমরুল কায়েস ও মুমিনুল হক। নুরুল হাসান সোহান ও নাজমুল হোসাইন শান্তর অভিষেক হয়েছে এই টেস্টে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৭ উইকেটের ব্যবধানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধইজতেমায় এক মুসল্লির মৃত্যু
পরবর্তী নিবন্ধট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ, আটক ২০০