জেলা প্রতিনিধি:
সাভারের আশুলিয়া আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে বাসায় ডেকে নিয়ে এক ব্যক্তি খুন করা হয়েছে। এ ঘটনায় ঝিনাইদহ থেকে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদের ঝিনাইদহ থেকে আশুলিয়া থানায় আনা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ এলাকার গোবিন্দপুর গ্রামের রবিউলের ছেলে টুটুল (২২)। তার স্ত্রী জেসমিন (২০) একই থানার কালিনাথপুর গ্রামের জসিমের মেয়ে।
নিহত উজির আলী মণ্ডল কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ এলাকার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকায় মো. আসলামের ভাড়া বাড়ি থেকে উজির আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অবস্থায় নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। পরে পরিচয় শনাক্ত হলে নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল-মামুন কবির জানান, উজিরকে খুনের পর গা ঢাকা দেয় টুটুল ও তার স্ত্রী জেসমিন বেগম। পরে তাদের মোবাইল নম্বরের অবস্থান শনাক্ত করে শুক্রবার ভোরে ঝিনাইদহ জেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে তারা পুলিশের হাতে ধরা পড়ে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত উজিরের সঙ্গে আসামি জেসমিনের প্রেম ও অনৈতিক সম্পর্ক ছিল বলে জানা গেছে। এরই জেরে উজিরকে তারা খুন করেছে।