সৌম্যকে নটআউট ঘোষণা, রোহিতের গালি ভাইরাল

এখন বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই টানটান উত্তেজনা। মাঠে সেই বারুদ থাকে দুই দলের খেলোয়াড়দের গায়ে। কখনো কখনো সেই আঁচ পাওয়া যায় আম্পায়ারদের শরীরেও। যুদ্ধ যুদ্ধ ভাবের মধ্যে দুই একটা বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে দেন তারা।

স্বভাবতই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ওপেনার সৌম্য সরকারের আউট নিয়ে তর্ক-বিতর্ক চলছে। ফিল্ড আম্পায়াররা ভুল করতেই পারেন। সেটা মেনেও নেয়া যায়। কিন্তু যার কাছে প্রযুক্তি থাকে, বারবার রিপ্লে দেখতে পারেন একই দৃশ্য, তার ভুলটা মেনে নেয়া কষ্টকর। বলা হচ্ছে, তৃতীয় আম্পায়ারের কথা। গত ম্যাচে মস্ত বড় ভুলটা তারই। ফলে চারদিকে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

বাংলাদেশ ব্যাটিং ইনিংসের ১৩তম ওভার চলছিল। ব্যক্তিগত ৩০ রান নিয়ে ব্যাট করছিলেন সৌম্য সরকার। ওই সময় যুজবেন্দ্র চাহালকে ডাউন দ্য উইকেটে মারতে এসে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি। পরিষ্কারভাবে স্ট্যাম্প ভেঙে দেন রিশভ পন্থ। এ পর্যন্ত সব ঠিক আছে।তবে প্রশ্নটা উঠেছে,তার স্ট্যাম্পিং করার ধরন নিয়ে।

টাইগারদের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারেও প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। সেই চাহালের প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভেরি ক্রিজ থেকে তেড়েফুড়ে খেলতে বাইরে এগিয়ে আসেন লিটন দাস। ওই বল ধরে স্ট্যাম্প ভেঙে দেন পন্থ।

পরে রিপ্লেতে দেখা যায়,বল স্ট্যাম্প পার হওয়ার আগেই সেটি ধরে ফেলেন ভারতীয় উইকেটকিপার। ফলে সেই আউটটি ক্রিকেটীয় আইনের পরিপন্থী হওয়ায় বেঁচে যান লিটন। ফলশ্রুতিতে ‘নো’ বল ডাকেন আম্পায়ার। আউট হওয়ার বদলে উল্টো ‘ফ্রি হিট’ পেয়ে যান বাংলাদেশি ওপেনার। তা থেকে চার আদায় করে নেন তিনি।

তবে সৌম্যর ঘটনাটি বিতর্কিত। এবারো দেখা যায়, বল স্ট্যাম্প পার হওয়ার আগেই সেটি ধরেন পন্থ। আগের মতোই বেলস ফেলে দেন তিনি। তবে আউট ভেবে সাজঘরের পথে হাঁটেন সৌম্য। পথিমধ্যে বাউন্ডারি লাইনে গিয়ে দাঁড়িয়ে যান তিনি এবং তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা করেন।

ওই সময় জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে নটআউট। এতে স্বস্তি ফিরে বাংলাদেশ সমর্থকদের মনে। আর ক্ষেপে যান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। মেজাজ হারিয়ে খারাপ গালি দিয়ে বসেন তিনি। সেই গালির ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ঠিক সেই সময় সিদ্ধান্ত বদলে ফেলেন থার্ড আম্পায়ার। নটআউট মুছে সৌম্যকে আউট ঘোষণা করেন তিনি। ফলে মাঠ ছাড়তে হয় বাঁহাতি বিধ্বংসী ব্যাটসম্যানকে। ওই সময় আউট না হলে বড় স্কোরও হতে পারতো সফরকারীদের।

পূর্ববর্তী নিবন্ধখোলামেলা দৃশ্য ও চুমু দেয়ার জন্য নায়িকাকে থুতু দিলেন দর্শক!
পরবর্তী নিবন্ধবাবরি মসজিদের জায়গায় মন্দির, মসজিদের জন্য আলাদা জমি