লোহিত সাগরে সৌদি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে দুই সৌদি সেনা নিহত ও তিনজন হন।
সোমবার ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এ তথ্য জানিয়েছে।
জোটের পক্ষ থেকে বলা হয়, বিদ্রোহীদের দখলে থাকা ইয়েমেনের উপকূলীয় নগরী হোদিদার পশ্চিমে হুথি বিদ্রোহীরা তিনটি আত্মঘাতী নৌকা থেকে টহলরত একটি সৌদি যুদ্ধজাহাজে হামলা চালায়।
সৌদি যুদ্ধজাহাজ নৌযানগুলোর হামলা মোকাবেলা করলেও এসবের একটি জাহাজের পেছন দিকে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে নাবিকরা তা নিয়ন্ত্রণে আনে।
জোট জানায়, এ ঘটনায় দুই সৌদি নাবিক নিহত ও তিনজন আহত হন। পরে সেখানে আবারো টহল দেয়ার কাজ শুরু করা হয়।
তবে কখন এ হামলা চালানো হয়েছে সে ব্যাপারে জোটের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এদিকে, আল-মাশিরাহ টেলিভিশনের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, হুথি যোদ্ধারা সৌদি আরবের একটি যুদ্ধজাহাজে গাইডেড মিসাইল হামলা চালিয়েছে। এতে ১৭৬ সেনা ও কমব্যাট হেলিকপ্টার প্যাড ছিল।
প্রেস টিভিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, হামলার পরপরই যুদ্ধজাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। জাহাজটি যখন ঘটনাস্থল ত্যাগ করছিল তখনও এতে ধোঁয়া উড়ছিল।