সোহাগকে ফিফার নিষেধাজ্ঞার কথা শুনে সালাউদ্দিন বললেন, ‘ভেরি স্যাড’

স্পোর্টস ডেস্ক : নিরাপদে-নিভৃতে বছরের পর বছর দুর্নীতি করে গেলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ছিলেন এতদিন ধরা-ছোঁয়ার বাইরে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ছত্রছায়ায় থেকে দিনে দিনে মহীরুহে পরিণত হয়েছেন তিনি।

অবশেষে ফিফার জালে ধরা পড়তে হয়েছে আবু নাইম সোহাগকে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ২ বছরের জন্য সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফিফা। শুধু তাই নয়, সঙ্গে ১২ লাখ টাকা জরিমানাও করেছে তারা। চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেও ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। চিঠির অনুলিপি বাফুফে এবং এএফসিতেও পাঠানো হয়েছে বলে জানিয়েফে ফিফা।

অথচ এ বিষয়ে নাকি কিছুই জানেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। আবু নাইম সোহাগের শাস্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে বাফুফে সভাপতি মিডিয়াকে বলেন, ‘আমি এখনো ব্যাপারটা পুরো জানি না। ডিটেইলস জানার পর আগামীকাল (আজ শনিবার) এ নিয়ে কথা বলতে পারব।’

ফিফার ওয়েবসাইটে আবু নাঈম সোহাগের বিরুদ্ধে প্রমাণিত হওয়া অভিযোগ সম্পর্কে বিস্তারিত বলা আছে জানানোর পর তিনি বলেন, ‘ঘটনা তো একটা কিছু ঘটেছেই।’

ফিফার সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে আবু নাঈম সোহাগকে পাঠানো চিঠিটাও সংযুক্ত করে দেওয়া হয়েছে। বিষয়টি বাফুফে সভাপতিকে জানানোর পর তিনি বলেন, ‘আজ তো বাংলাদেশে ছুটির দিন। বাফুফে বন্ধ। কাল বাফুফেতে যাওয়ার পর সব জানতে পারব।’

সেক্রেটারির দুর্নীতির কেলেঙ্কারি সম্পর্কে বাফুফে সভাপতি হিসেবে তার প্রতিক্রিয়া কী? জানতে চাইলে তিনি বলেন, ‘ভেরি স্যাড।’

 

পূর্ববর্তী নিবন্ধপ্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় টেনিস প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধপাঁচ সিটিতে আ.লীগের প্রার্থী চূড়ান্ত, বাদ জাহাঙ্গীর-সাদিক