পপুলার২৪নিউজ ডেস্ক :
ঢাকা প্রিমিয়ার লিগ-ডিপিএলে অলরাউন্ডার সোহাগ গাজীর ঝড়ো ব্যাটে এবং স্পিনার ইলিয়াস সানির দায়িত্বশীল ব্যাটিংয়ে রানের পাহাড় টপকাল শেখ জামাল ধানমণ্ডি।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের দেয়া ৩৪০ রানের টার্গেট ১ উইকেট ও ২ বল হাতে রেখেই টপকে যায় শেখ জামাল।
রোববার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাট করে শামসুর রহমান শুভ ও রনি তালুকদারের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে মোহামেডান।
শুভ ১৪৪ রান করে অপরাজিত থাকেন। রনি করেন ১১০ রান।
শেখ জামালের হয়ে ইলিয়াস সানি ও আব্দুল্লাহ আল মামুন উভয়েই ২টি করে এবং শাহাদাৎ হোসাইন ১টি উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে সোহাগ গাজী ও প্রশান্ত চোপড়া ব্যাট হাতে ঝড় তোলেন। চোপড়া ৬০ বলে ৮৬ এবং গাজী ৬৪ বলে ৮৯ রান করেন। এছাড়া তানবীর হায়দার ৭৭ রান করেন।
ইলিয়াস সানি ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়ে ৩৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।
মোহামেডানের হয়ে মোহাম্মদ আজীম ৪টি, তাইজুল ইসলাম ও এনামুল হক জুনিয়র ২টি করে এবং চারিথ আসালাঙ্কা ১টি উইকেট লাভ করেন।