সোনালী ব্যাংকের স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করেছে সোনালী ব্যাংক পিএলসি। বুধবার (২৬ মার্চ) ব্যাংকের পক্ষ হতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস, শামিম উদ্দিন আহমেদ ও মো. আবু সাঈদ, জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের, মো. সাফায়েত হোসেন পাটওয়ারী, মো. ইকবাল হোসেন ও রওশন জাহানসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী সকল কার্যালয় ও শাখার উদ্যোগে তোরণ নির্মাণ, আলোকসজ্জা, জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধতুরস্কে এরদোয়ানবিরোধী বিক্ষোভ: গ্রেফতার ১৫০০