সোনার দাম ভরিতে কমলো ১১৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক:

রেকর্ড দাম বাড়ার তিনদিনের মাথায় দেশের বাজারে কিছুটা কমানো হয়েছে সোনার দাম। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানো হয়। এতে করে এখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা। বুধবার (২২ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে ১৮ মার্চ ঘোষণা দিয়ে এক লাফে সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে করে তখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয় ৯৮ হাজার ৭৯৪ টাকা। দেশের বাজারে এর আগে কখনো সোনার এতো দাম হয়নি। ১৯ মার্চ থেকে সোনার সেই দাম কার্যকর হয়।

রেকর্ড এই দাম নির্ধারণের তিনদিনের মাথায় সোনার দাম কমানো হলো। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি মঙ্গলবার (২১ মার্চ) বৈঠক করে নতুন করে সোনার দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়।

বিস্তারিত আসছে……

পূর্ববর্তী নিবন্ধঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে সঠিক পথেই বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী