চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা তিনদিন আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীরা আসতে পারবেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।
তিনি বলেন, বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় সোনামসজিদ কাস্টমসসহ দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া শুক্রবার সাপ্তাহিক ও শনিবার পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি। এ কারণে ওই দু’দিনও বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশে আসতে পারবেন।
রোববার (২০ মার্চ) থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানান তিনি।