পপুলার২৪নিউজ ডেস্ক:
অস্কারের ৮৯তম আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ক্যাসি অ্যাফ্লেক।
‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবির জন্য তিনি এ পুরস্কার জেতেন।
আর এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘লা লা ল্যান্ড’ ছবির এমা স্টোন।
একই ছবি দিয়ে সেরা পরিচালকের অস্কার পেয়েছেন ড্যামিয়েন চ্যাজলে।
বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টার দিকে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে চলচ্চিত্রের সবচেয়ে জমকালো এই আসরের পুরস্কার ঘোষণা করা হয়।
এবার ২৪টি বিভাগে মনোনীতদের মধ্য থেকে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ বছর ৩৩৬টি ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হয় সেরা চলচ্চিত্র বিভাগে লড়াইয়ের জন্য।
শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকায় চূড়ান্ত মনোনয়ন পায় ৯টি ছবি- অ্যারাইভাল, ফেন্সেস, হ্যাকসো রিজ, হেল অর হাই ওয়াটার, হিডেন ফিগার্স, লা লা ল্যান্ড, লায়ন, ম্যানচেস্টার বাই দ্য সি ও মুনলাইট।
অস্কারের অনুষ্ঠান সঞ্চালনা করছেন কমেডিয়ান ও টিভি অনুষ্ঠান উপস্থাপক জিমি কিমেল।
অস্কারে এ বছর বিভিন্ন বিভাগে বিজয়ী নির্বাচনের জন্য ভোট দেন ৬ হাজার ৬৮৭ জন অস্কার সদস্য।