সেমির লক্ষ্যে বেনফিকার বিপক্ষে নামছে ইন্টার

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ ফের মুখোমুখি হচ্ছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ও পর্তুগিজ ক্লাব বেনফিকা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টারের কাছে বেনফিকা হেরেছিল ২-০ গোলে। তাই আজ দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মাঠে ঘুরে দাঁড়াতে হবে বেনফিকার। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

সিরি ‘এ’তে শীর্ষে থাকা নাপোলির চেয়ে ২৪ পয়েন্টে পিছিয়ে ইন্টার। ৩০ ম্যাচে হেরেছে ১১টিতেই। সেই দল চ্যাম্পিয়নস লিগে ছুটে চলেছে দারুণভাবে। বেনফিকাকে প্রথম লেগে তাদেরই মাঠে হারিয়েছে। আজ সান সিরোয় ১-০ ব্যবধানে হারলেও ১৩ বছর পর সেমিফাইনালে নাম লেখাবে ঐতিহ্যবাহী এই দল।

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ ফের মুখোমুখি হচ্ছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ও পর্তুগিজ ক্লাব বেনফিকা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টারের কাছে বেনফিকা হেরেছিল ২-০ গোলে। তাই আজ দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মাঠে ঘুরে দাঁড়াতে হবে বেনফিকার। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

সিরি ‘এ’তে শীর্ষে থাকা নাপোলির চেয়ে ২৪ পয়েন্টে পিছিয়ে ইন্টার। ৩০ ম্যাচে হেরেছে ১১টিতেই। সেই দল চ্যাম্পিয়নস লিগে ছুটে চলেছে দারুণভাবে। বেনফিকাকে প্রথম লেগে তাদেরই মাঠে হারিয়েছে। আজ সান সিরোয় ১-০ ব্যবধানে হারলেও ১৩ বছর পর সেমিফাইনালে নাম লেখাবে ঐতিহ্যবাহী এই দল।

সিরি ‘এ’তে ইন্টারের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে চাপের মুখে আছেন কোচ সিমোনে ইনজাগি। ইতালির সংবাদমাধ্যমের খবর, বরখাস্ত হতে পারেন তিনি। এই প্রসঙ্গে ইনজাগি বলেন, ‘সমালোচনা আমাদের আরো বেশি কাজ করতে উৎসাহ জোগায়। লিগে আমরা সেভাবে উন্নতি করতে পারিনি। অন্য দলগুলোর মতো আমাদেরও সমস্যা ছিল।’

চ্যাম্পিয়নস লিগে ইন্টার সর্বশেষ সেমিফাইনালে খেলেছিল ২০১০ সালে, সেবার চ্যাম্পিয়নও হয়েছিল তারা। এবারও অন্তত শেষ চার পর্যন্ত যেতে চান ইনজাগি। তিনি বলেন, ‘এখন আমাদের ভক্তদের একটি স্মরণীয় রাত উপহার দেওয়ার দিকে মনোযোগ দিতে হবে। ইউরোপে শীর্ষ চারে থেকে শেষ করতে পারলে সেটা গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।’

 

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
পরবর্তী নিবন্ধঈশ্বরদীতে ৪২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা